ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গোলাম আযমের আপীল অকার্যকর হচ্ছে ॥ ২ ডিসেম্বর শুনানি

প্রকাশিত: ০৬:২০, ২৬ অক্টোবর ২০১৪

গোলাম আযমের আপীল অকার্যকর হচ্ছে ॥ ২ ডিসেম্বর শুনানি

যুদ্ধাপরাধী বিচার আলীমের আপীলে একই ব্যবস্থা নেয়া হয়েছিল স্টাফ রিপোর্টার ॥ একাত্তরে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছর কারাদ-প্রাপ্ত ঘৃণিত যুদ্ধাপরাধী রাজাকারদের নেতা গোলাম আযমের মৃত্যুর কারণে সুপ্রীমকোর্টে বিচারাধীন তার আপীল মামলা অকার্যকর হচ্ছে। আগামী ২ ডিসেম্বর শুনানির জন্য নির্ধারিত দিনেই সুপ্রীমকোর্ট গোলাম আযমের পক্ষে-বিপক্ষে দায়ের করা দুটি আপীল অকার্যকর ঘোষণা করতে পারে বলেই জানিয়েছেন এ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। তিনি বলেন, ফৌজদারী মামলায় মৃত্যুর পর কারও বিচারিক কার্যক্রম পরিচালনার বিধান নেই। তাই স্বাভাবিকভাবেই আপীল মামলাটি অকার্যকর হয়ে যাবে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর দেয়া ৯০ বছরের কারাদ-াদেশ বাতিল করে তাকে খালাস দেয়ার আর্জি জানিয়ে আপীল করেছিল এই যুদ্ধাপরাধীদের নেতা। অন্যদিকে ট্রাইব্যুনালের সাজা অপর্যাপ্ত উল্লেখ করে তার সর্বোচ্চ সাজা মৃত্যুদ-াদেশ ও জামায়াত নিষিদ্ধের আরজি জানিয়ে আপীল করেছিল রাষ্ট্রপক্ষও। দীর্ঘ প্রতীক্ষার পর আগামী ২ ডিসেম্বর থেকে দুটি আপীলেরই একসঙ্গে শুনানি শুরুর দিন ধার্য করেছিল সুপ্রীমকোর্টের আপীল বিভাগ।
×