ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

১০ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

প্রকাশিত: ০৬:২৭, ২৬ অক্টোবর ২০১৪

১০ কোম্পানির লভ্যাংশ ঘোষণা

অর্থনৈতিক রিপোর্টার ॥ পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানি গত সপ্তাহে সমাপ্ত অর্থবছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি ১০টি হলো : বরকতউল্লাহ ইলেক্ট্রো ডায়নামিকস, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, তুং হাই নিটিং এ্যান্ড ডায়িং, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, ফু-ওয়াং ফুড, আমরা টেকনোলজিস, রহিম টেক্সটাইল, ফার ইস্ট নিটিং এ্যান্ড ডায়িং, মডার্ন ডায়িং এবং ফু-ওয়াং সিরামিক। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, কোম্পানিগুলোর মধ্যে বরকতউল্লা ইলেক্ট্রো ১৭ শতাংশ স্টক, রতনপুর স্টিল রি-রোলিং ৫ শতাংশ নগদ ও ২০ শতাংশ স্টক, তুং হাই নিটিং ১০ শতাংশ স্টক, পপুলার লাইফ ইন্স্যুরেন্স ৪০ শতাংশ স্টক, ফু-ওয়াং ফুড ১০ শতাংশ স্টক, আমরা টেকনোলজিস ১০ শতাংশ নগদ, রহিম টেক্সটাইল ২৬ শতাংশ স্টক, ফার ইস্ট নিটিং ৫ শতাংশ নগদ ও ১৫ শতাংশ স্টক, মডার্ন ডায়িং ৮ শতাংশ নগদ এবং ফু-ওয়াং সিরামিক ১০ শতাংশ স্টক লভ্যাংশ ঘোষণা করেছে। এদিকে বিনিয়োগকারীদের সম্মতির জন্য কোম্পানিগুলো বার্ষিক সাধারণ সভা (এজিএম) আহ্বান করেছে। ১০টি কোম্পানির মধ্যে ফার ইস্ট নিটিংয়ের এজিএম ২৯ নবেম্বর, সকাল ১১টায়, কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণ, চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুরে; মডার্ন ডায়িংয়ের এজিএম ১১ ডিসেম্বর, সকাল ১১টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউস-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকাতে; ফু-ওয়াং সিরামিকের এজিএম ২৮ ডিসেম্বর, সকাল ৯টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউস-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকাতে; রহিম টেক্সটাইলের এজিএম ১৮ ডিসেম্বর, সকাল ৯টায়, ট্রাস্ট মিলনায়তন, ৫৪৫, পুরাতন বিমানবন্দর সড়ক, ঢাকা ক্যান্টনমেন্ট, ঢাকাতে; আমরা টেকনোলজিসের এজিএম ২৪ ডিসেম্বর, সকাল ১০টায়, স্পেক্ট্রা কনভেনশন সেন্টার, হাউস-১৯, রোড-৭, গুলশান-১, ঢাকাতে; ফু-ওয়াং ফুডের এজিএম ২৮ ডিসেম্বর, সকাল ১১টায়, কোম্পানির ফ্যাক্টরি প্রাঙ্গণ, বোকরান, মনিপুর, হলতাপাড়া, গাজীপুরে; পপুলার লাইফ ইন্স্যুরেন্সের এজিএম ১৮ ডিসেম্বর, সকাল ১১টায়, হোটেল পূরবী ইন্টারন্যাশনাল, ১, দিলকুশা সি/এ, ঢাকাতে; ২ ডিসেম্বর, দুপুর ১২টায়, ফ্যাক্টরি প্রাঙ্গণ, শিবরামপুর, জিরানিবাজার, বিকেএসপি, জয়দেবপুর, গাজীপুরে তুং হাই নিটিং-এর এজিএম; রতনপুর স্টিলের এজিএম ৩০ নবেম্বর, সকাল ১১টায়, হলরুম ভাটিয়ারি গলফ এ্যান্ড কান্ট্রি ক্লাব, পি.ও. বিএমএ, ভাটিয়ারি, চট্টগ্রামে এবং বরকতউল্লাহ ইলেক্ট্রোর এজিএম ১১ ডিসেম্বর, দুপুর ১২টায়, হোটেল স্টার প্যাসিফিক, দরগাহগেট, সিলেটে অনুষ্ঠিত হবে। কোম্পানিগুলোর এজিএম এ সমাপ্ত অর্থবছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের সম্মতিক্রমে অনুমোদন হতে পারে। ফার ইস্ট নিটিংয়ের রেকর্ড ডেট ৬ নবেম্বর, মডার্ন ডাইংয়ের রেকর্ড ডেট ১৩ নবেম্বর, ফু-ওয়াং সিরামিকের রেকর্ড ডেট ১০ নবেম্বর, রহিম টেক্সটাইলের রেকর্ড ডেট ১৩ নবেম্বর, আমরা টেকনোলজিসের রেকর্ড ডেট ১২ নবেম্বর, ফু-ওয়াং ফুডের রেকর্ড ডেট ১৬ নবেম্বর, পপুলার লাইফের রেকর্ড ডেট ২৮ অক্টোবর, তুং হাই নিটিংয়ের রেকর্ড ডেট ৫ নবেম্বর, রতনপুর স্টিলের রেকর্ড ডেট ৬ নবেম্বর এবং বরকতউল্লা ইলেক্ট্রোর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ৬ নবেম্বর।
×