ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আনোয়ার ইব্রাহিমের সমকামিতা মামলার রায় আজ

প্রকাশিত: ০৬:২২, ২৯ অক্টোবর ২০১৪

আনোয়ার ইব্রাহিমের সমকামিতা মামলার রায় আজ

মালয়েশিয়ার সর্বোচ্চ আদালতে মঙ্গলবার দেশটির বিরোধীদলীয় নেতা আনোয়ার ইব্রাহিমের আপিলের শুনানি হয়েছে। তার বিরুদ্ধে সমকামের অভিযোগ করা মামলার চূড়ান্ত রায় বুধবার ঘোষণা করা হতে পারে। আনোয়ারের বিরুদ্ধে ২০০৮ সালে এক পুরুষ সহকারীর সঙ্গে সমকামিতার অভিযোগ আনা হয়। এর আগে এই মামলায় হাইকোর্ট তাকে খালাস দিলেও আপিল আদালতের তিন বিচারক সর্বসম্মতিক্রমে গত মার্চে তড়িঘড়ি করে তাকে ৫ বছর কারাদ- দেন। আনোয়ারের সমর্থকরা আন্তর্জাতিক কয়েকটি মানবাধিকার গোষ্ঠী এ রায় রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত এবং তার রাজনৈতিক ক্যারিয়ার শেষ কওে দেয়ার চেষ্টা বলে সমালোচনা করেছে। ৬৭ বছর বয়সী আনোয়ারের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হলে তাকে কারাগারে যেতে হতে পারে এবং জেল থেকে বের হওয়ার পর পরবর্তী ৫ বছর তিনি নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। এর অর্থ হলো ২০১৮ সালে অনুষ্ঠেয় মালয়েশিয়ার সাধারণ নির্বাচনে তিনি অংশ নিতে পারবেন না। -এএফপি ও বিবিসি
×