ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বি’বাড়িয়ায় এলাকাবাসীর অভিযানে মাদক স্পট উচ্ছেদ

প্রকাশিত: ০৬:২৬, ২৯ অক্টোবর ২০১৪

বি’বাড়িয়ায় এলাকাবাসীর অভিযানে মাদক স্পট উচ্ছেদ

১০ বিক্রেতার ঘরে তালা স্টাফ রিপোর্টার, ব্রাক্ষণবাড়িয়া ॥ আখাউড়া পৌরশহরের মসজিদপাড়ায় মঙ্গলবার সকালে মাদক ও অসামাজিক কর্মকা- প্রতিরোধে এলাকাবাসী অভিযান চালিয়েছে। বেলা ১১টায় পৌরশহরের মসজিদপাড়ার সব শ্রেণী পেশার মানুষ এক কাতারে শামিল হয়ে একটি শোভাযাত্রা বের করে। শোভাযাত্রায় সবার সেøাগান ছিল মাদককে না বলুন। শোভাযাত্রা শেষে এলাকাবাসী মসজিদপাড়ায় বেশ কয়েটি মাদকের স্পট উচ্ছেদ করে। এছাড়া অন্তত ১০ জন মাদক বিক্রেতার বসতঘরে তালা ঝুলিয়ে দেয় এলাকাবাসী। অভিযানে নেতৃত্বে দেয়া মসজিদপাড়ার বাসিন্দা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল বলেন, মসজিদপাড়াকে মাদকমুক্ত করতে আমরা এলাকার সকল প্রবীণ ও যুবসমাজ নিজ উদ্যোগে অংশ নিয়ে গত ১০ দিন যাবত অভিযান চালিয়ে আসছি। আমরা সফলতাও পেয়েছি। মসজিদপাড়া এলাকায় যারা ভাসমান ও ভাড়ায় থেকে মাদক বিক্রি করত আমরা ইতোমধ্যেই তাদের উচ্ছেদ করতে পেরেছি। এর পরও যারা মাদক বিক্রি করবে তাদের বিরুদ্ধে আমরা আইনগত ব্যবস্থা নেব। পৌর কাউন্সিলর আব্দুল আলীম জানান, মসজিদপাড়ায় মাদক বিক্রি বন্ধ করতে গ্রামের সবাই একত্রিত হয়ে আন্দোলন চালিয়েছি। এরপর যারা মাদক বিক্রি করে বা আড়ালে সহযোগিতা করবে তাদের ছাড় দেয়া হবে না। এলাকাবাসীর মাদকবিরোধী অভিযান চলাকালে আখাউড়া থানা পুলিশের একটি দল অংশগ্রহণ করে।
×