ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

বিদেশী ব্যাংকে কালো টাকা

ভারতে সুপ্রীমকোর্টে ৬২৭ জনের নামের তালিকা জমা

প্রকাশিত: ০৫:১৯, ৩০ অক্টোবর ২০১৪

ভারতে সুপ্রীমকোর্টে ৬২৭ জনের নামের তালিকা জমা

বিদেশী ব্যাংকে এ্যাকাউন্ট আছে এমন ৬২৭ জনের নাম সুপ্রীমকোর্টে মুখবন্ধ খামে জমা দিয়েছে ভারতের কেন্দ্রীয় সরকার। শীর্ষ আদালত বুধবার সকাল ১০টার মধ্যে ওই নামের তালিকা জমা দেয়ার নির্দেশ দিয়েছিল মঙ্গলবার। সেই মতোই এদিন নামের তালিকা সুপ্রীমকোর্টের প্রধান বিচারপতি এইচ এল দাত্তুর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চের হাতে তুলে দেয়া হয়। খবর টাইমস অব ইন্ডিয়ার। আদালত জানিয়েছে, স্পেশাল ইনভেস্টিগেশন টিম শুধুমাত্র কালো টাকার তদন্ত করবে, সরকারের বিরুদ্ধে কোন তদন্ত নয়? বিদেশের ব্যাংকে কাদের অর্থ রয়েছে, তার পরিমাণই বা কত এসবের বিস্তারিত বিবরণ এদিন সুপ্রীমকোর্টে জমা দেন অ্যাটর্নি জেনারেল মুকুল রোহতাগি। তিনি দাবি করেন, ফ্রান্স, জার্মানি ও সুইজারল্যান্ডের কাছ থেকে নির্দিষ্ট চুক্তির ভিত্তিতে নামগুলো পাওয়া গেছে। চুক্তি অনুযায়ী, তদন্ত শেষ হওয়ার আগে নামগুলো জনসমক্ষে প্রকাশ করা যাবে না বা এই অর্থের মালিকদের শাস্তি দেয়া যাবে না। চুক্তি না মানলে ওই দেশগুলো ভবিষ্যতে আর কোনও সহযোগিতা করবে না। তাই সুপ্রীমকোর্টের কাছে কেন্দ্রীয় সরকারের তরফে তিনি আবেদন করেছেন, তদন্ত শেষ না করা পর্যন্ত নামগুলো গোপন রাখা হোক। এর উত্তরে বিচারপতিরা বলেছেন, ২০১৫ সালের মার্চের মধ্যে তদন্ত শেষ করতে হবে। তার আগে ৩০ নবেম্বরের মধ্যে একটি স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে স্পেশাল ইনভেস্টিগেশন টিমকে। তিনি আরও বলেন, ২০১১ সালে জেনেভার এইচএসবিসি ব্যাংকের এক কর্মী ফ্রান্সকে ওই ব্যাংকে যে সব ভারতীয়র এ্যাকাউন্ট আছে তাদের নামের একটি তালিকা দিন। চুক্তি অনুযায়ী সেই তালিকাই পরে ভারতের হাতে তুলে দেয় ফ্রান্স। ওই তালিকার অর্ধেকের বেশি গ্রাহক ভারতীয় নাগরিক।
×