ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

মাগুরায় বিরোধের জেরে ছাত্রলীগ কর্মী খুন, সড়ক অবরোধ

প্রকাশিত: ০৬:০০, ৩০ অক্টোবর ২০১৪

মাগুরায় বিরোধের জেরে ছাত্রলীগ কর্মী খুন, সড়ক অবরোধ

নিজস্ব সংবাদদাতা, মাগুরা, ২৯ অক্টোবর ॥ মাগুরা সরকারী হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজ প্রাঙ্গণে প্রতিপক্ষের হামলায় ছাত্রলীগ কর্মী রাজন খান (২২) হত্যার প্রতিবাদে বুধবার দুপুরে শহরে বিক্ষোভ ও সড়ক অবরোধ করা হয়েছে। মাগুরা-ঢাকা মহাসড়কের মাগুরার পিটিআইয়ের সামনে সড়কে লাশ নিয়ে সড়ক অবরোধ করা করা হয়। ফলে মাগুরা-ঢাকা মহাসড়কে ২ ঘণ্টা যানচলাচল বন্ধ থাকে। বিক্ষুব্ধ লোকজন শহরের ঋষিপাড়ায় অবস্থিত জেলা পরিবহন মালিক সমিতির সভাপতি মীর আবু সাঈদের বাড়িতে আগুন ধরিয়ে দেয় ও ভাংচুর করে। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। জেলা ছাত্রলীগ হত্যার প্রতিবাদে বৃহস্পতিবার মাগুরায় অর্ধদিবস হরতাল আহবান করেছে। এদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শহরে পুলিশ ও বিজিবি মোতায়েন করা হয়েছে। জানা গেছে, পূর্ব বিরোধের জের ধরে দু’দল যুবকের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। মঙ্গলবার রাতে কয়েক যুবক খানপাড়ার রাজন খানকে সরকারী কলেজ প্রাঙ্গণে পেয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। আশঙ্কাজনক অবস্থায় রাজন খানকে সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় শহরে উত্তেজনা বিরাজ করছে। মাগুরা থানার এসআই নাসির জানান, পূর্বশত্রুতার জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে। রাজন খান শহরের খানপাড়া রুওহাব খানের ছেলে।
×