ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

পরমাণু অস্ত্র সম্পর্কে নীরব রয়েছে ইরান

প্রকাশিত: ০৩:৫৭, ২ নভেম্বর ২০১৪

পরমাণু অস্ত্র সম্পর্কে নীরব রয়েছে ইরান

ইরান পরমাণু বোমার উপকরণ তৈরির নক্সা করেছিল কিনা ইন্টারন্যাশনাল এ্যাটোমিক এনার্জি এজেন্সির (আইএইএ) এ সম্পর্কিত প্রশ্নের উত্তর এড়িয়ে গেছে তেহরান। সংস্থার প্রধান ইয়োকিয়া আমানো শুক্রবার এমন মন্তব্য করেছেন। তাঁর এ মন্তব্য এমন সময় এলো যখন পরমাণু কর্মসূচী নিয়ে পশ্চিমা দেশগুলোর সঙ্গে ইরানের চুক্তি সম্পাদনের যথেষ্ট সম্ভাবনা দেখা দিয়েছে। খবর নিউইয়র্ক টাইমস অনলাইনের। আইএইএ ডিরেক্টর জেনারেল আমানো বলেছেন, পরমাণু কর্মসূচী সম্পর্কে বিস্তারিত তথ্য প্রকাশের যে প্রতিশ্রুতি ইরান আগে দিয়েছিল দেশটি তা রক্ষা করেনি। পরমাণু কর্মসূচীর যে অংশগুলোর ‘সম্ভাব্য সামরিক তাৎপর্য’ আছে বলে আইএইএ মনে করে ওই সম্পর্কিত তথ্য ইরান সংস্থাটিকে দেয়নি। পরমাণু কর্মসূচী নিয়ে এতদিন পর্যন্ত যেসব অস্পষ্টতা ছিল সেগুলো নিরসনে বিস্তারিত তথ্য প্রদান করার যে প্রতিশ্রুতি ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানি তাকে দিয়েছিলেন, সেটাও বাস্তবায়ন করা হয়নি। তার কথায়, ‘আমরা এখন কথা নয় কাজ দেখতে চাই।’ ইরানী কর্মকর্তারা পরমাণু কর্মসূচী সম্পর্কিত যেসব তথ্য আইএইএ’র কাছে বছরের পর বছর ধরে প্রকাশ করেন তার এক দীর্ঘ তালিকা তুলে ধরেন আমানো। ইরান অবশ্য বলেছে, তারা আইএইএ’র বিভিন্ন প্রশ্নের বিশদ উত্তর দিয়েছেন। তাছাড়া পরমাণু কর্মসূচীর যে বিষয়গুলোকে অস্ত্র তৈরির সঙ্গে সম্পর্কিত বলে আইএইএ মনে করে সেগুলো ভুয়া বলে ইরান দাবি করেছে। আমানোর সর্বশেষ বক্তব্য মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ইরানের আলোচনার একটি গুরুত্বপূর্ণ বিষয়কে সামনে নিয়ে এসেছে। চূড়ান্ত চুক্তিতে উপনীত হওয়ার জন্য যুক্তরাষ্ট্র একটি শর্ত দিয়েছে, ইরানের কর্তৃপক্ষকে এতদিনের পরমাণু কর্মসূচীর দায় প্রকাশ্যে স্বীকার করতে হবে। অথবা ইরান অন্ততপক্ষে এতটুকু করুক যাতে ভবিষ্যত পরমাণু কর্মসূচীর পদ্ধতিগুলো নিয়মিত নজরদারির মধ্যে থাকে। ইরানের পরমাণু কর্মসূচীর সঙ্গে সংশ্লিষ্ট বৈজ্ঞানিক ও গবেষণা কেন্দ্রগুলোতে পর্যবেক্ষকদের ঢুকতে দেয়া হোক এরকম দাবি যুক্তরাষ্ট্র ও আইএইএ’র কর্মকর্তারা অনেকদিন ধরে দাবি জানিয়ে এসেছিলেন।
×