ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মূল হোতার অবস্থান জানে না পুলিশ ॥ বাদীকে হত্যার হুমকি

প্রকাশিত: ০৪:০১, ৬ নভেম্বর ২০১৪

মূল হোতার অবস্থান জানে না পুলিশ ॥ বাদীকে হত্যার হুমকি

মির্জাপুরে মা ও ৩ মেয়েকে পুড়িয়ে হত্যা নিজস্ব সংবাদদাতা, মির্জাপুর, ৫ নবেম্বর ॥ মির্জাপুরে মা ও তিন মেয়েকে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যার ঘটনা এক মাস অতিবাহিত হলেও মামলার প্রধান আসামি জাহাঙ্গীরের অবস্থান খুঁজে পাচ্ছে না পুলিশ। মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্ত এ তথ্য জানিয়েছেন। এদিকে রবিবার মামলার বাদী ও তার পিতার নামে সন্ত্রাসীরা বেনামি চিঠি দিয়ে হত্যার হুমকি দিয়েছে। মূল হোতা জাহাঙ্গীর গ্রেফতার না হওয়ায় তারা হতাশা ও আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন বলে জানা গেছে। বাদীর নামে সন্ত্রাসীরা চিঠি দিয়ে হুমকি দেয়ার পর থেকে বাদী মোফাজ্জল হোসেনের বাড়িতে পুলিশ পাহাড়া বসিয়েছে। গত ৬ অক্টোবর মেয়ে বিয়ে দিতে রাজি না হওয়ায় ঈদ-উল-আযহার রাতে মির্জাপুর উপজেলার সোহাগপাড়া গ্রামের মালয়েশিয়া প্রবাসী মজিবর রহমানের স্ত্রী হাসনা বেগম (৩৫) ও তার ৩ মেয়ে গোড়াই উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণীর ছাত্রী মনিরা আক্তার (১৪), বাকপ্রতিবন্ধী মীম (১১) ও নার্সারি শ্রেণীর ছাত্রী মলিকে (৭) একই গ্রামের বাহার উদ্দিনের ছেলে জাহাঙ্গীর ঘরে পেট্রোল ঢেলে আগুনে পুড়িয়ে হত্যা করে। মামলার তদন্তকারী কর্মকর্তা মির্জাপুর থানার এসআই শ্যামল কুমার দত্তের সঙ্গে বুধবার কথা হলে বাদীর বাড়িতে চিঠি দিয়ে প্রাণনাশের হুমকি দেয়ার কথা স্বীকার করে বলেন, জাহাঙ্গীরের অবস্থান খুঁজে পাওয়া যাচ্ছে না। জাহাঙ্গীর সিঙ্গাপুর পালিয়ে গেছে এরকম খবর আমরা বিভিন্নভাবে পেয়েছিলাম। কিন্তু জাহাঙ্গীরের কোন হদিস মেলেনি। বাদীকে চিঠি দিয়ে হুমকি দেয়ার ব্যাপারে কোন প্রভাবশালী মহল জড়িত আছে কিনা প্রশ্ন করা হলে শ্যামল কুমার দত্ত বলেন, চিঠির ভাষা এমন ইঙ্গিতই বহন করে।
×