ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ॥ নিহত এক

প্রকাশিত: ০৪:০১, ৬ নভেম্বর ২০১৪

গাইবান্ধায় জমি সংক্রান্ত বিরোধে সংঘর্ষ ॥ নিহত এক

নিজস্ব সংবাদদাতা, গাইবান্ধা, ৫ নবেম্বর ॥ গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউনিয়নের পারইল গ্রামে বুধবার সকালে পীরত্বর ওয়াকফ এস্টেটের জমির ধান কাটাকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে মজিবর রহমান (৬৫) নামে এক ব্যক্তি নিহত এবং আরও অন্তত ২০ জন আহত হয়েছেন। নিহত মজিবর রহমান ওই গ্রামের মৃত মাজেদ উল্যার ছেলে। গুরুতর আহত ৯ জনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেয়া হয়। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই গ্রামের পীর হুজুর মহিউদ্দিনের ওয়াকফ এস্টেটের প্রায় ৮ বিঘা জমি নিয়ে কমিটির দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। তাদের মধ্যে প্রভাবশালী আজগার আলী পীর সাহেবের মাজারসহ সম্পত্তি দাবিদার সেজে অন্যদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়েন। বুধবার সকালে আজগার আলী তাঁর অনুগত অর্ধশতাধিক লোকসহ লাঠিসোঁটা নিয়ে বিরোধপূর্ণ জমিতে আমন ধান কাটতে যান। এ সময় অপরপক্ষের লোকজন গ্রামবাসীদের নিয়ে তাদের বাধা দিতে যায়। ফলে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের হামলায় মজিবর রহমান ঘটনাস্থলে নিহত হন। ওই গ্রামে এখন থমথমে অবস্থা বিরাজ করছে।
×