ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সড়ক দুর্ঘটনায় শিক্ষক, শ্রমিক কৃষকসহ নিহত ৬

প্রকাশিত: ০৪:০২, ৬ নভেম্বর ২০১৪

সড়ক দুর্ঘটনায় শিক্ষক, শ্রমিক কৃষকসহ নিহত ৬

জনকণ্ঠ ডেস্ক ॥ দিনাজপুরে ভটভটি মোটরসাইকেল সংঘর্ষে কলেজ শিক্ষক, গাজীপুরে লরি চাপায় গার্মেন্টস শ্রমিক, কলাপাড়ায় বাস চাপায় কৃষক, মানিকগঞ্জে, সিএনজি টেম্পো সংঘর্ষে যাত্রী, বরিশালে মোটরসাইকেল চাপায় বৃদ্ধা, সিরাজদিখানে মোটরসাইকেল খাদে পড়ে আরোহী নিহত হয়েছেন। খবর স্টাফ রিপোর্টার ও নিজস্ব সংবাদদাতাদের পাঠানোÑ মুন্সীগঞ্জ ॥ সিরাজদিখানে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী একজন নিহত ও অপর দু’জন আহত হয়েছে। মঙ্গলবার রাত ৯টার দিকে সিরাজদিখানের কাকালদী সড়কে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে কালভার্টের বাইরে খাদে পড়ে যায়। নিচে কালভার্টের পাকার মধ্যে পড়ে তিন আরোহী গুরুতর আহত হয়। এ্যাম্বুলেন্সে ওঠানোর পরপরই সাইদুল (২৫) মারা যান। দিনাজপুর ॥ দিনাজপুরে সড়ক দুর্ঘটনায় ফুলবাড়ী মহিলা কলেজের প্রভাষক আব্দুল ওয়াজেদ (৪৫) নিহত হয়েছেন। দিনাজপুর পুলিশ কন্ট্রোল রুম সূত্রে প্রকাশ, বুধবার দুপুর ৩টায় দিনাজপুর জেলার পার্বতীপুর-ফুলবাড়ৃী সড়কের বড়পুকুরিয়া কয়লাখনির সামনে ভটভটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল চালক আব্দুল ওয়াজেদ ঘটনাস্থলে নিহত হন। গাজীপুর ॥ গাজীপুরের শ্রীপুরে ট্যাঙ্কলরির চাকায় পিষ্ট হয়ে গার্মেন্টসের এক শ্রমিক নিহত হয়েছে। এ ঘটনায় ট্যাঙ্কলরির চালককে আটক করেছে। নিহতের নাম সুমন (২৮)। সে নেত্রকোনা সদর উপজেলার দাড়িয়া (খতিব লগুয়া) গ্রামের ইসমাইল হোসেন ওরফে আইয়ুব খানের পুত্র। নিহত সুমন শ্রীপুরের মাস্টারবাড়ি এলাকার বিজি কালেকশন গার্মেন্টেসের শ্রমিক। মঙ্গলবার দিবাগত রাত ১০টার দিকে সুমন শ্রীপুরের মাস্টারবাড়ি বাসস্ট্যান্ড এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে পার হচ্ছিল। এ সময় ঢাকাগামী একটি ট্যাঙ্কলরি তাকে চাপা দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। কলাপাড়া ॥ কলাপাড়া-কুয়াকাটা মহাসড়কের উমেদপুর নামক স্থানে চলন্ত বাস (ঢাকা মেট্রো ব-১১-৬৩৬০) থেকে নামার সময় পিষ্ট হয়ে নুরুল ইসলাম (৫০) এক কৃষক মারা গেছে। সোমবার রাত ৮টার দিকে নুরুল ইসলাম গুরুতর জখম হয়। তাকে আশঙ্কাজনক অবস্থায় বরিশাল শেবাচিমে নেয়া হলে মঙ্গলবার সকালে মারা যায়। মানিকগঞ্জ ॥ মঙ্গলবার মানিকগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় একজন নিহত ও ১২ জন আহত হয়েছে। অপর দুর্ঘটনাটি ঘটেছে বরংগাইল ঘিওর সড়কের শাহেলী এলাকায়। এখানে সিএনজি ও টেম্পোর মুখোমুখি সংঘর্ষে এক যাত্রী নিহত ও দুই যাত্রী আহত হয়েছে। বরিশাল ॥ নগরীর ধান গবেষণা সড়কে সড়ক দুর্ঘটনায় আহত জরিনা বেগম (৭০) মঙ্গলবার সকালে ঢাকায় নেয়ার পথে মারা গেছেন।
×