ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

তিমির ‘মাতৃত্ব ছুটি’

প্রকাশিত: ০৪:৩৬, ৬ নভেম্বর ২০১৪

তিমির ‘মাতৃত্ব ছুটি’

মধ্য চীনের চাঙসা আন্ডারওয়াটারে আট বছর বয়সী এক সাদা তিমি বাচ্চা প্রসব করেছে। প্রায় পাঁচ ঘণ্টা প্রসবযন্ত্রণা সহ্য করে ফুটফুটে সাদা তিমি শাবক প্রসব করে জুহ ইয়া। জুহ ইয়া নামের এ সাদা তিমি ১৫ মাস ধরে গর্ভবতী ছিল। বুধবার সকাল থেকে অদ্ভুত আচরণ করতে থাকে জুহ। সকাল ৮ থেকে শুরু হয় জুহর সন্তানকে ভূমিষ্ঠ করার কাজ। অনেক চেষ্টার পর দুপুর ১টা ১৪ মিনিটে জন্ম নেয় ফুটফুটে সাদা তিমি শাবক। প্রসবের পর থেকেই শাবকটি সাঁতার কাটতে শুরু করে। ২০১০ রাশিয়া থেকে নিয়ে আসা হয়েছিল এ বেলুগা তিমিকে। আগামী দু’বছর জুহকে দর্শকদের জন্য সবার সামনে আনা হবে না। সন্তান পালনের জন্য ‘মাতৃত্ব ছুটি’ দেয়া হয়েছে জুহকে। Ñজি নিউজ অনলাইন
×