ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ছড়ি ছাড়াই হাঁটলেন উ. কোরিয়ার নেতা কিম জং উন

প্রকাশিত: ০৪:৩৬, ৬ নভেম্বর ২০১৪

ছড়ি ছাড়াই হাঁটলেন উ. কোরিয়ার নেতা কিম জং উন

উত্তর কোরিয়ার নেতা কিম জং উনকে ছড়ি ছাড়াই হাঁটতে দেখা গেছে। বুধবার দেশটির শীর্ষ পত্রিকা রডং সিনমুনে তার যে ছবি প্রকাশিত হয় তাতে কিমকে বেশ হাসিখুশি ও ছড়ি ছাড়াই হাঁটতে দেখা যায়। এতে ধারণা করা হচ্ছে পায়ে কোন আঘাত কিংবা অস্ত্রোপচারের পর তিনি সেরে উঠেছেন। খবর এএফপির। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির পত্রিকাটি যে দুটি ছবি ছেপেছে তার একটিতে সৈন্য সমাবেশের সামনে দিয়ে তাকে চেয়ারের দিকে হেঁটে যেতে দেখা যাচ্ছে। অন্যটিতে দেখা গেছে তিনি দাঁড়িয়ে আছেন এবং হাততালি দিচ্ছেন। ২০১১ সালে পিতা কিম জং ইলের মৃত্যুর পর কিম জং উন ক্ষমতায় আসেন। এরপর থেকে মিডিয়ায় তার উপস্থিতি ছিল যথেষ্ট। কিন্তু হঠাৎই সেপ্টেম্বরের প্রথম থেকে তার কোন খবর পাওয়া যাচ্ছিল না। ফলে তার স্বাস্থ্য ও রাজনৈতিক অবস্থান নিয়ে গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু অক্টোবরের মাঝামাঝি তাকে আবার প্রকাশ্যে দেখা যায়। এ সময়ে বেতের ছড়ি হাতে তাকে হাঁটতে দেখা গেছে।
×