ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বোলিং এ্যাকশন, মুক্ত আল আমিন

প্রকাশিত: ০৫:৫৬, ৬ নভেম্বর ২০১৪

বোলিং এ্যাকশন, মুক্ত  আল আমিন

স্পোর্টস রিপোর্টার ॥ সুসংবাদ পেলেন আল আমিন হোসেন। অবৈধ বোলিং এ্যাকশনের অভিযোগ থেকে মুক্তি পেলেন দেশের অন্যতম এ পেসার। স্বাধীন পরীক্ষায় আল আমিনে বোলিং এ্যাকশনে কোন প্রকার ত্রুটি পাওয়া যায়নি বলে বুধবার জানিয়েছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। গত সেপ্টেম্বরে সেন্ট ভিন্সেন্টে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্টে আল আমিনের সন্দেহজনক বোলিং এ্যাকশন নিয়ে রিপোর্ট করেন আম্পয়াররা। তবে ভারতে অনুষ্ঠিত পরীক্ষায় আইসিসি নিয়মের বাইরে কিছুই পায়নি। ক্রিকেটের বিশ্ব নির্বাহী সংস্থার পক্ষ থেকে দেয়া এক বিবৃতিতে বলা হয়, ‘পরীক্ষায় আল আমিনের বোলিং এ্যাকশনে কোন ত্রুটি বা অবৈধ কিছু পাওয়া যায়নি। আইসিসির নিয়ম অনুসারে বোলিং করার সময় তাঁর কনুই ১৫ ডিগ্রীর বেশি বাঁকে না।’ বিবৃতিতে আরও জানানো হয়, নতুনভাবে আইসিসি অনুমোদিত ভারতের চেন্নাইয়ে অবস্থিত শ্রী রামচন্দ্র ইউনিভার্সিটিতে আল আমিনের পরীক্ষা অনুষ্ঠিত হয়। গত ২০ অক্টোবর সেখানে পরীক্ষা দেন তিনি। ঘরের মাঠে বাংলাদেশ এখন মুখোমুখি হচ্ছে জিম্বাবুইয়ের। কিন্তু দেশের হয়ে এখন পর্যন্ত ছয়টি টেস্ট ও ১৮টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলা আল আমিন বিশ্ববিদ্যালয়ে পরীক্ষার জন্য জিম্বাবুইয়ের বিরুদ্ধে চলমান দ্বিতীয় টেস্টে খেলতে পারছেন না। গত জুন মাসে সন্দেহজনক বোলিং এ্যাকশনের বিরুদ্ধে সর্বাত্মক অভিযান শুরু করার পর থেকে পাকিস্তানের সাঈদ আজমল, শ্রীলঙ্কার সচিত্র সেনানায়েকে এবং বাংলাদেশের সোহাগ গাজীর মতো শীর্ষ বোলারদের নিষিদ্ধ করেছে।
×