ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

পাপড়ী ও জানে আলমের চার এ্যালবামের প্রকাশনা

প্রকাশিত: ০৫:৩৫, ৯ নভেম্বর ২০১৪

পাপড়ী ও জানে আলমের চার এ্যালবামের প্রকাশনা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সেভেন হিল রেস্টুরেন্টে শুক্রবার সন্ধ্যায় পপশিল্পী জানে আলমের কথা, সুর ও সঙ্গীতে কণ্ঠশিল্পী পাপড়ীর ‘অন্তরের সুখ তুমি’ নামে একটি এ্যালবামের প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। একই অনুষ্ঠানে জানে আলমের তিনটি অডিও সিডি ‘পপ লেজেন্ড জানে আলম-২’ এ্যালবামের মোড়ক উন্মোচন ও প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ্যালবামগুলোর মোড়ক উন্মোচন করেন সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। আরও উপস্থিত ছিলেন এশিয়ান টিভির চেয়ারম্যান হারুন উর রশিদ, দৈনিক আমাদের অর্থনীতি পত্রিকার সম্পাদক নাঈমুল ইসলাম খান, গান বাংলা টিভির প্রধান উপদেষ্টা ও পরিচালক দেলোয়ার হোসেন রাজা, বিশিষ্ট গীতিকার হাসান মতিউর রহমান, বিশিষ্ট চিকিৎসক অধ্যাপক ডা. ইকবাল হাসান মাহমুদ, অধ্যাপক ডা. আওলাদ হোসেন খান, লেজার ভিশনের চেয়ারম্যান এ কে এম আরিফুর রহমান, পপসঙ্গীত শিল্পী জানে আলম, কণ্ঠশিল্পী পাপড়ী, লেজার ভিশনের ব্যবস্থাপনা পরিচালক মাজহারুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিডি এক্সপোজিশনের চেয়ারম্যান আহসান আলী জয়। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে সঙ্গীত শিল্পী জানে আলম ও পাপড়ী এ্যালবামের কয়েকটি গান গেয়ে শ্রোতা দর্শকদের মাতিয়ে রাখেন। প্রসঙ্গত, জানে আলমের কথা, সুর ও সঙ্গীতে এটি পাপড়ীর প্রথম এ্যালবাম। ফোক ধাঁচের এ্যালবামটিতে মোট ১০টি গান রয়েছে। পপ শিল্পী জানে আলমের তিনটি এ্যালবাম ‘রসিক’, ‘মারহাবা’ ও ‘পদ্মা মেঘনা’ নিয়ে ‘পপ লেজেন্ড জানে আলম-২’ প্রকাশিত হয়েছে। পপশিল্পী জানে আলমের জনপ্রিয় গান নিয়ে এ্যালবাম তিনটি সাজানো হয়েছে। এই তিনটি এ্যালবাম এখন থেকে বাজারে পাওয়া যাবে।
×