ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ইরাকে আরও দেড় হাজার সৈন্য পাঠাবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৫:৪৭, ৯ নভেম্বর ২০১৪

ইরাকে আরও দেড় হাজার সৈন্য পাঠাবে যুক্তরাষ্ট্র

ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইযে সহযোগিতা করতে যুক্তরাষ্ট্র দেশটিতে আরও দেড় হাজার সৈন্য পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। আগামী কয়েক সপ্তাহে তাদের সেখানে পাঠানো হবে। জুন মাসে ইরাকে যুক্তরাষ্ট্রের আইএস বিরোধী লড়াইয়ের শুরুতে যত সৈন্য ছিল নতুন সৈন্য পাঠানোর ফলে তার সংখ্যা প্রায় দ্বিগুণ হবে। খবর ওয়াশিংটন পোস্ট ও বিবিসি। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল ইরাকে আরও দেড় হাজার সৈন্য পাঠানোর যে পরিকল্পনাটি করেছিলেন দেশটির প্রেসিডেন্ট বারাক ওবামা শুক্রবার তা অনুমোদন করেছেন। মঙ্গলবার কংগ্রেসের অন্তর্বর্তী নির্বাচনে রিপাবলিকান পার্টি সংখ্যাগরিষ্ঠতা অর্জনের পর ওয়াশিংটনে কংগ্রেস সদস্যদের সঙ্গে প্রথম বৈঠকে এ বিষয়টি অনুমোদন করেন ওবামা।
×