ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

যুক্তরাষ্ট্রে রিহ্যাব মেলা ১৪ ॥ নবেম্বর শুরু

প্রকাশিত: ০৫:৫০, ১০ নভেম্বর ২০১৪

যুক্তরাষ্ট্রে রিহ্যাব মেলা ১৪ ॥ নবেম্বর শুরু

অর্থনৈতিক রিপোর্টার ॥ আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের উদ্যোগে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলেসে তিনদিনব্যাপী আবাসন মেলা শুরু হচ্ছে ১৪ নবেম্বর। লস এঞ্জেলেস সিটির ডাউন টাউনে ‘লিটল বাংলাদেশ’ এলাকার বেভার্লি গারল্যান্ড হোটেলে অনুষ্ঠিতব্য এ মেলায় বাংলাদেশের ৫০টিরও বেশি আবাসন ব্যবসায়ী ও রিয়েল এস্টেট প্রতিষ্ঠান অংশ নিচ্ছে বলে জানিয়েছেন আয়োজকরা। ‘রিহ্যাব হাউজিং ফেয়ার, লস এঞ্জেলেস ২০১৪’-এর সমন্বয়ক জাকারিয়া মাসুদ জিকু বলেন, ‘মেলার যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এতে অংশ নিতে ৫০টি আবাসন কোম্পানিও তাদের প্রয়োজনীয় প্রস্তুতি নিয়েছে।’ তিনি বলেন, প্রবাসীদের কষ্টার্জিত অর্থ যাতে সঠিক প্রকল্পে বিনিয়োগ হতে পারে সে ব্যাপারে রিহ্যাব প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে। মেলায় অংশগ্রহণকারীরা শুধু তাঁদের অনুমোদিত প্রকল্পগুলোই মেলায় প্রদর্শন করতে পারবেন। কর্মকর্তাদের পাশাপাশি কোম্পানির মালিকরাও থাকবেন মেলায়। এর আগে নিউইয়র্কে গত ১০ বছরে রিহ্যাবের আয়োজনে ১০টি আবাসন মেলা অনুষ্ঠিত হয়েছে, যেগুলোর প্রত্যেকটিতেই বিপুল লোক সমাগমের পাশাপাশি প্লট এবং এ্যাপার্টমেন্টও বিক্রি হয়েছে বলে রিহ্যাব সূত্র জানিয়েছে। জিকু বলেন, প্রতিটি কোম্পানি তাদের প্রজেক্টগুলো উপস্থাপন করবে। ক্রেতারা সরাসরি কোম্পানির সঙ্গে কথা বলে আকাক্সিক্ষত প্লট বা ফ্ল্যাটের বুকিং দিতে পারবেন। মেলায় প্লট বা ফ্ল্যাট বুকিংয়ের ক্ষেত্রে ১০ থেকে ২০ শতাংশ পর্যন্ত ছাড় দেয়া হচ্ছে। স্থানীয় সময় ১৪ নবেম্বর শুক্রবার সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন। বিশেষ অতিথি থাকবেন লস এঞ্জেলেসে বাংলাদেশের কন্সাল জেনারেল সুলতানা লায়লা হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রিহ্যাবের সভাপতি আলমগীর শামসুল আলামিন। উদ্বোধনের দিন দুপুর ২টা থেকে মেলা সবার জন্য খুলে দেয়া হবে। এর পরের দুইদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা চলবে। ১৭ নবেম্বর হবে সমাপনী অনুষ্ঠান।
×