ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

একুশে টিভিতে আজ দীপু হাজরার ‘লাড্ডু’

প্রকাশিত: ০৫:৫৪, ১০ নভেম্বর ২০১৪

একুশে টিভিতে আজ দীপু হাজরার ‘লাড্ডু’

স্টাফ রিপোর্টার ॥ আজ সোমবার একুশে টেলিভিশনে রাত ১০-১০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘লাড্ডু’। ৃদীপু হাজরার রচনা এবং পরিচালনায় নাটকটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন হাসান মাসুুদ, শামস সুমন, সীমানা, ডিজে সনিকা, ড. ইনামূল হক, অমিতাভ আহমেদ রানা, ইফশিতা জামান, মাসুদ রানা মিঠু, তন্দ্রা, হেলালসহ অনেকে। নাটকের গল্পে দেখানো হয়েছে টেলিভিশন আমরা যে সব নাটক দেখি। তার সঙ্গে জড়িয়ে আছে যেমন, শিল্পী থেকে কলাকুশলী তাদের ক্যমেরার পেছনের জীবনযাত্রা, শূটিংয়ের সময় ঘটে যাওয়া মজার কিংবা দুঃখের ঘটনাগুলো খুব স্বাভাবিকভাবে তুলে আনার চেষ্টা ‘লাড্ডু নামের নাটকটির মাধ্যমে। শূটিং স্পটে কোন চরিত্রই যাতে বাদ না পড়ে কী নায়ক, নায়িকা কিংবা পরিচালকের যন্ত্রণা, প্রডিউসারের ব্যবসায়িক মনোভাব প্রডাকশন বয়দের দৌরাত্ম্য, নতুন শিল্পীদের বিড়ম্বনা, শূটিংয়ের অদূরে প্রেম, পরিচালকের নাটক তাঁর পরিবারের কেউ দেখে না, সব মিলিয়ে ন্যাচারাল যা ঘটে তাই তুলে তুলে ধরা হয়েছে এই নাটকের গল্পে।
×