ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সৈয়দ ওয়াকিল আহাদের সঙ্গীত সন্ধ্যা

প্রকাশিত: ০৫:৫৫, ১০ নভেম্বর ২০১৪

সৈয়দ ওয়াকিল আহাদের সঙ্গীত সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) শুক্রবার সন্ধ্যায় অনুষ্ঠিত হলো তরুণ বাউলশিল্পী সৈয়দ ওয়াকিল আহাদের একক সঙ্গীত সন্ধ্যা। অনুষ্ঠানটির আয়োজনে সহযোগিতা করে এশিয়ান পেইন্ট, আইআরসিওএন এবং মাইক্রো বাংলাদেশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টায় শুরু হয়ে অনুষ্ঠান চলে রাত আটটা পর্যন্ত। দেড় ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে শিল্পী মোট ১৫টি গান পরিবেশন করেন। অনুষ্ঠানে শিল্পীকে বিভিন্ন বাদ্যযন্ত্রে সহযোগিতা করেন, তবলায় তুষার কান্তি সরকার, বাশিতে মোঃ আবু তাহের, ঢোল আবদুল করিম, কিবোর্ডে জাকির হোসাইন রাজু এবং দোতারায় ছিলেন রণজিৎ কুমার বৈরাগী। অনুষ্ঠানের শুরুতেই শিল্পী আবদুর রহমান বয়াতির ‘মন আমার দেহঘড়ি সন্ধান করি কোন মিস্ত্রি বানাইয়াছে’ গানটি পরিবেশন করেন। এর পর একে একে পরিবেশন করেন ‘মানুষ আমি তবু কেন পাখির মত মন’, ‘মিলন হবে কত দিনে’, ‘কুঞ্জ সাজাও গো’, ‘নিশিতে যাইও’, ‘রঙ্গিলা রঙ্গিলা রে’, ‘বাঁশি শুনে আর কাজ নাই’, ‘এই যে দুনিয়া কিসের লাগিয়’, ‘ভাল করে পড়গা ইশকুলে’সহ মোট ১৫টি গান পরিবেশন করেন। অনুষ্ঠানে উপস্থিত দর্শকরা মুগ্ধ হয়ে শিল্পীর বিভিন্ন ঢঙে গাওয়া বাউল গান উপভোগ করেন।
×