ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

বুড়িগঙ্গা নদীতে কার্গো চলে

প্রকাশিত: ০৫:২৭, ১১ নভেম্বর ২০১৪

বুড়িগঙ্গা নদীতে কার্গো চলে

অবিশ্বাস্য হলেও সত্য যে, শুধু বুড়িগঙ্গা নদী নয়, বাংলাদেশের নদীপথে নিষেধ থাকা সত্ত্বেও রাতের বেলায় কার্গো ও মোটরচালিত বালুর শ্যালো নৌকা চলাচল করছে। কী আশ্চার্য, এদের তেমন কোন সার্চ লাইটও নেই। বুড়িগঙ্গা নদীর তীরে আমার বাসা থাকার কারণে প্রতিরাতেই এই দৃশ্য দেখে আমি নিজেই হতবাক আর নদীতে রাতে কেরানীগঞ্জে পুলিশকে ইঞ্জিনচালিত নৌকা নিয়ে বুড়িগঙ্গা নদীতে বালুবোঝাই মোটরচালিত শ্যালো নোকৗ-কার্গো হতে চাঁদা তোলার চিত্র দেখতে পাই। উল্লেখ্য, নৌপরিবহন মন্ত্রণালয়ের অবহেলা ও উদাসীনতার কারণে আজ দেশে নৌ-দুর্ঘটনা বেড়েই চলেছে। নদীপথে রাতের বেলায় কার্গো, টাগ, মোটরচালিত বালুর শ্যালো নৌকা চলাচল একেবারে নিষিদ্ধ থাকা সত্ত্বেও কিভাবে এগুলো চলছে তা দেখার কেউ নেই এমতাবস্থায় জরুরী ভিত্তিতে বুড়িগঙ্গা নদীসহ দেশের সকল নদীপথে রাতের বেলায় কার্গো, শ্যালো নৌকা মোটরচালিত বালুর নৌকা ইত্যাদি অবৈধ চলাচল বন্ধ করার জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। মাহবুবউদ্দিন চৌধুরী ফরিদাবাদ, ঢাকা
×