ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

ন্যাশনাল ফিডের আইপিওতে ৪৫ গুণ আবেদন

প্রকাশিত: ০৪:১৩, ১২ নভেম্বর ২০১৪

ন্যাশনাল ফিডের আইপিওতে ৪৫ গুণ আবেদন

অর্থনৈতিক রিপোর্টার ॥ ন্যাশনাল ফিড মিলসের প্রাথমিক গণপ্রস্তাবে (আইপিও) চাহিদার প্রায় ৪৫ গুণ আবেদন পড়েছে। এ পরিস্থিতিতে আবেদনকারীদের মধ্যে শেয়ার বরাদ্দ দিতে আগামী ২৭ নবেম্বর লটারি করবে ন্যাশনাল ফিড মিলস। এদিন সকাল ১০টায় রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে লটারি অনুষ্ঠিত হবে বলে কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। জানা গেছে, আইপিওতে ১০ টাকা অভিহিত মূল্যে ১ কোটি ৮০ লাখ শেয়ার ইস্যু করবে ন্যাশনাল ফিড। এর বিপরীতে আইপিওতে ৮১৩ কোটি ১৭ লাখ ১৮ হাজার ৪৫৩ টাকার আবেদন জমা পড়েছে। এর মধ্যে সাধারণ বিনিয়োগকারী, ক্ষতিগ্রস্ত বিনিয়োগকারী ও মিউচুয়াল ফান্ড কোটায় ৮১০ কোটি ৭২ লাখ ৮ হাজার ৪৫৩ টাকার আবেদন জমা পড়েছে। আর গত ৩০ অক্টোবর পর্যন্ত প্রবাসী বিনিয়োগকারীরা ২ কোটি ৪৫ লাখ ১০ হাজার টাকার আবেদন করেছেন। প্রবাসীদের আবেদন করার সুযোগ ছিল ৮ নবেম্বর পর্যন্ত। প্রবাসীদের আবেদনের হিসাব শেষ না হওয়ায় চূড়ান্ত আবেদনের সংখ্যা কিছুটা বাড়তে পারে বলে ন্যাশনাল ফিডের পক্ষ থেকে জানানো হয়েছে। তবে মোট আবেদনের মধ্যে বেশিরভাগ জমা পড়েছে ব্যাংকের মাধ্যমে। এতে ৬২৪ কোটি ৩৫ লাখ টাকার আবেদন জমা পড়েছে। এছাড়া মার্চেন্ট ব্যাংকের মাধ্যমে ৫ কোটি ও ট্রেকহোল্ডারের মাধ্যমে ১৮১ কোটি টাকার আবেদন জমা পড়েছে বলে কোম্পানি সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। গত ২৬ অক্টোবর এ কোম্পানির আইপিও আবেদন জমা নেয়া শুরু হয়। স্থানীয় বিনিয়োগকারীরা ৩০ অক্টোবর পর্যন্ত আবেদন জমা দিতে পেরেছেন। তবে প্রবাসীরা ৮ নবেম্বর পর্যন্ত আবেদন করার সময় পেয়েছেন। এ কোম্পানির ইস্যু ব্যবস্থাপনার দায়িত্ব পালন করছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
×