ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাকিবের সামনে এবার আশ্বিন

প্রকাশিত: ০৪:৩৪, ১২ নভেম্বর ২০১৪

সাকিবের সামনে এবার আশ্বিন

স্পোর্টস রিপোর্টার চট্টগ্রাম থেকে ॥ একের পর এক রেকর্ড গড়েই চলেছেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। রেকর্ড ভেঙ্গেও চলেছেন তিনি। এবার তার সামনে আছে আরেকটি রেকর্ড ভাঙ্গার হাতছানি। সামনে আছেন ভারতের রবীচন্দ্রন অশ্বিন। যিনি শতক ও ২২ উইকেট নিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে সবচেয়ে নৈপুণ্যবান অলরাউন্ডার হয়ে আছেন। তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলে কোন অলরাউন্ডার শতক ও ২০ উইকেটের বেশি নেয়ার ক্ষমতা দেখিয়েছেন, এদিক থেকে অশ্বিনই সবার উপরে আছেন। সাকিব কী পারবেন টেস্ট অলরাউন্ডার র‌্যাঙ্কিংয়ে যেমন অশ্বিনকে পেছনে ফেলে এক নম্বর স্থানটি দখল করে নিয়েছেন, এবার জিম্বাবুইয়ের বিপক্ষে তৃতীয় টেস্টে এসে অশ্বিনের এমন রেকর্ডকেও পেছনে ফেলে দিতে? তিনবছর আগের কথা। ২০১১ সালের নবেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে অশ্বিন এ রেকর্ডটি গড়েন। তিন ম্যাচের টেস্ট সিরিজে মোট ১২১ রান করেন। বল হাতে নেন ২২ উইকেট। তৃতীয় টেস্টে গিয়ে করেন শতক (১০৩)। আর তিন টেস্টের প্রথম টেস্টের দুই ইনিংসে ৯টি (৩/৮১ ও ৬/৪৭) দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ৪টি (২/৪৯ ও ২/১৩৭) এবং তৃতীয় টেস্টের দুই ইনিংসে ৯টি (৫/১৫৬ ও ৪/৩৪) উইকেট নেন। তিন ম্যাচের টেস্ট সিরিজে শতক করা ও উইকেট নেয়ার দিক দিয়ে অশ্বিনই এগিয়ে রয়েছেন। এই এগিয়ে থাকা পিছিয়ে যাবে, যদি সাকিব আর ৬টি উইকেট নিতে পারেন। সাকিব আল হাসান এরই মধ্যে একটি ইনিংসে শতক করে ফেলেছেন। অর্থাৎ শতকের শর্ত সাকিবের পূরণ হয়ে গেছে। এখন শুধু উইকেট নেয়া বাকি। ঢাকা ও খুলনা টেস্ট মিলিয়ে সাকিব নিয়েছেন ১৭ টেস্ট। প্রথম টেস্টের দুই ইনিংসে ৭টি (৬/৫৯ ও ১/৪৪) ও দ্বিতীয় টেস্টের দুই ইনিংসে ১০টি (৫/৮০ ও ৫/৪৪) উইকেট নিয়েছেন বাংলাদেশ সেরা অলরাউন্ডার। খুলনা টেস্টের প্রথম ইনিংসে ১৩৭ রানের ইনিংস খেলেছেন। দুই টেস্টে সাকিবের রান হয়ে গেছে ১৬৩। এখন অশ্বিনকে পেছনে ফেলতে হলে সাকিবকে আর ৬টি উইকেট নিতে হবে। তাহলে অশ্বিনের চেয়ে ১ উইকেট বেশি নিয়ে তিন ম্যাচের টেস্ট সিরিজে শতক ও উইকেট নেয়ার ক্ষেত্রে সাকিবই চলে যাবেন এক নম্বরে। খুলনা টেস্টে শতক ও ১০ উইকেট নিয়ে সাকিব এক টেস্টে শতক ও ১০ উইকেট নেয়ার বিরল রেকর্ড গড়েছিলেন। এমন রেকর্ড গড়া ইংল্যান্ডের অলরাউন্ডার স্যার ইয়ান বোথাম ও পাকিস্তান গ্রেট ক্রিকেটার ইমরান খানের রেকর্ডে ভাগ বসিয়েছিলেন। প্রায় ১৩৮ বছরের টেস্ট ক্রিকেটে তৃতীয় ক্রিকেটার হিসেবে এমন রেকর্ড গড়েছেন সাকিব। সেই টেস্ট শেষে সাকিব নিজেই বলেছিলেন, ‘পারফর্মেন্স বিচার করলে টেস্ট ক্যারিয়ারের রেকর্ড বিশ্লেষণ করলে অবশ্যই এটা এক নম্বরে এখন পর্যন্ত। এর থেকেও তো আরও ভাল করা সম্ভব। কে জানে হয়ত উন্নতিটা ধরে রাখলে পারলে আরও ভাল কিছু হতে পারে।’ সাকিবের সামনে সেই ভাল করার সুযোগটি ধরা দিয়েছে। বিশ্ব ক্রিকেটে তিন ম্যাচের টেস্ট সিরিজের কোন ইনিংসে শতক ও ২০’র বেশি নেয়া ক্রিকেটারদের মধ্যে সবার উপরে আছেন অশ্বিন। এখন সাকিব প্রথমস্থানে চলে যেতে পারলেই হয়।
×