ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আসছে ব্রিটিশ বাংলাদেশী বিজনেস এ্যাওয়ার্ড

প্রকাশিত: ০৪:৪০, ১২ নভেম্বর ২০১৪

আসছে ব্রিটিশ বাংলাদেশী বিজনেস এ্যাওয়ার্ড

বাংলানিউজ ॥ ব্রিটিশ বাংলাদেশীদের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগকে স্বীকৃতি প্রদান, নতুন কর্মক্ষেত্র সৃষ্টির প্রয়াস, ব্যবসায়িক আন্ত:যোগাযোগ স্থাপন এবং বিনিয়োগে উদ্বুদ্ধ করতে দেশ ফাউন্ডেশন প্রথমবারের মতো উদ্যোগ নিয়েছে ‘ব্রিটিশ বাংলাদেশী বিজনেস এ্যাওয়ার্ড (বিবিবিএ) ২০১৫’। সোমবার বিকেলে পূর্বলন্ডনের হোটেল হলিডে ইন-এর ভিক্টোরিয়া হলে উদ্যোগটি সম্পর্কে জানাতে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। বিবিবিএ’র প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মিসবাউর রহমান তার দেয়া বক্তব্যে বলেন, ব্রিটেনের রাজনীতি, অর্থনীতি, শিল্প, সাহিত্যসহ সামাজিক ক্ষেত্রে ব্রিটিশ বাংলাদেশীদের সাফল্য চোখে পড়ার মতো। ব্রিটেনে ব্রিটিশ বাংলাদেশীদের বিভিন্ন ব্যবসায়িক উদ্যোগকে স্বীকৃতি দিতে আমরা আয়োজন করতে যাচ্ছি প্রথম ব্রিটিশ বাংলাদেশী বিজনেস এ্যাওয়ার্ড ২০১৫। তিনি আরো জানান, নমিনেশন জমা দেয়া শুরু হচ্ছে ১৫ নবেম্বর থেকে। অনলাইনে দেশ ফাউন্ডেশনের ওয়েবসাইট িি.িফবংযভড়ঁহফধঃরড়হ.ড়ৎম.ঁশ কিংবা নমিনেশন ফরম ডাকযোগে পাঠানো যাবে। নমিনেশন জমা দেয়ার শেষ তারিখ ১৫ জানুয়ারি ২০১৫। খ্যাতনামা বিচারকদের নিয়ে গঠিত প্যানেল বিভিন্ন ক্যাটাগরিতে সেরা নির্বাচিত করবেন। ২১টি ক্যাটাগরিতে বিচারক প্যানেল বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে যাচাই-বাছাইয়ের পর ৩ জন ব্যক্তি কিংবা প্রতিষ্ঠানকে মনোনয়ন করবেন।
×