ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মামলা অনুসন্ধান থেকে সি আইডি বাদ

প্রকাশিত: ০৪:৫০, ১২ নভেম্বর ২০১৪

মামলা অনুসন্ধান থেকে সি আইডি বাদ

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জের চাঞ্চল্যকর সাত খুনের মামলা অনুসন্ধান থেকে পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) বাদ দিয়েছে সুপ্রীমকোর্টের আপীল বিভাগ। রাষ্ট্রপক্ষের আবেদন মঞ্জুর করে প্রধান বিচারপতি মোঃ মোজাম্মেল হোসেনের নেতৃত্বে পাঁচ বিচারপতির আপীল বেঞ্চ সোমবার এ আদেশ দেন বলে মঙ্গলবার জানিয়েছেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল এস এম নাজমুল হক। এর আগে আইন-শৃঙ্খলা বাহিনীর দুটি সংস্থা একইসঙ্গে সমান্তরালভাবে একটি ঘটনার তদন্ত করতে পারে না- এই যুক্তি দেখিয়ে গত ৫ মে সাত খুনের ঘটনায় সিআইডির তদন্ত বন্ধের হাইকোর্টে আবেদন করেছিল রাষ্ট্রপক্ষ। ওই আবেদন নাকচ করে হাইকোর্টের একটি বেঞ্চ গত ১০ জুলাই আগের আদেশে সামান্য পরিবর্তন আনে। নতুন আদেশে সিআইডিকে ‘ইনভেস্টিগেশন’-এর পরিবর্তে ‘ইনকোয়ারি’ করতে বলা হয়।
×