ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সিরাজগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ২৩ ডিসেম্বর

প্রকাশিত: ০৪:৫৬, ১২ নভেম্বর ২০১৪

সিরাজগঞ্জ-৩ আসনের উপনির্বাচন ২৩ ডিসেম্বর

স্টাফ রিপোর্টার ॥ সিরাজগঞ্জ-৩ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে কমিশন। ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২৩ ডিসেম্বর মঙ্গলবার এ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ করা হবে। নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের রিটার্নিং অফিসারের নিকট মনোনয়নপত্র দাখিল করতে হবে ২০ নবেম্বর বৃহস্পতিবারের মধ্যে। রিটার্নিং অফিসার কর্তৃক মনোনয়পত্রও বাছাই করা হবে ২২ নবেম্বর। এছাড়া মনোনয়পত্র প্রত্যাহারে দিন ধার্য করা হয়েছে ৩০ নবেম্বর রবিবার। মঙ্গলবার নির্বাচন কমিশন সচিবালয় থেকে এ তফসিল ঘোষণা করা হয়। নির্বাচন কমিশন জানিয়েছে, সিরাজগঞ্জ-৩ আসনের নির্বাচনের জন্য রাজশাহীর আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা রিটার্নিং অফিসার হিসেবে এবং সিরাজগঞ্জ জেলা নির্বাচনী কর্মকর্তা ও তাড়াশ উপজেলা নির্বাচন কর্মকর্তাকে সহকারী রিটার্নিং অফিসার হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। কমিশন জানিয়েছে, দুটি উপজেলা নিয়ে গঠিত সিরাজগঞ্জ-৩ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৩১ হাজার ৩৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার সংখ্যা ১ লাখ ১৬৪ হাজার ৫৩৯ ও নারী ভোটার সংখ্যা ১ লাখ ৬৬ হাজার ৭৯৭। নির্বাচনের জন্য মোট ভোট কেন্দ্র থাকবে ১৩১টি। ভোট কক্ষের সংখ্যা ৬৯৫টি। কমিশন জানিয়েছে, প্রার্থী বা তাঁর প্রস্তাবক বা তাঁর সমর্থক রিটার্নিং অফিসার বা সহকারী রিটার্নিং অফিসারের কাছে মনোনয়পত্র দাখিল করতে পারবে। মনোনয়পত্রের সঙ্গে হলফনামা দাখিল করতে হবে। মনোনয়পত্র সংগ্রহ বা জমাদানের সময় কোন প্রার্থী মিছিল বা শোডাউন করতে পারবে না। এছাড়া প্রার্থীকে মনোনয়পত্র সংগ্রহ করার সময় নির্বাচনী এলাকার আওতাধীন পৌরসভার প্রতি ওয়ার্ডের জন্য ৫শ’ টাকা এবং প্রতি ইউনিয়নের জন্য ৫শ’ টাকা ট্রেজারি চালান বা পে-অর্ডারের মাধ্যমে টাকা জমা দিয়ে ছবিসহ ভোটার তালিকা সংগ্রহ করতে পারবে। কমিশন জানিয়েছ, মনোয়নপত্র গ্রহণ বা বাতিল উভয়ের বিরুদ্ধে আপীল করা যাবে। বাছাইপরবর্তী তিন দিনের মধ্যে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে সংক্ষুব্ধ প্রার্থী নির্বাচন কমিশনে আপীল করতে পারবে। গত ৬ অক্টোবর সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মোঃ ইসহাক হোসেন তালুকদারের মৃত্যুতে আসনটি শূন্য ঘোষণা করে কমিশন। সংবিধানের ১২৩(৪) অনুচ্ছেদ অনুযায়ী সিরাজগঞ্জ-৩ আসনের নির্বাচনের সর্বশেষ সময়সীমা আগামী ৪ জানুয়ারি। কমিশন জানিয়েছে, নির্দিষ্ট সময়ের আগেই এ আসনের উপনির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে।
×