ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

৩ কোটি ৬০ লাখ মানুষ আধুনিক ক্রীতদাস ॥ জরিপ

প্রকাশিত: ০৪:২৯, ১৯ নভেম্বর ২০১৪

৩ কোটি ৬০ লাখ মানুষ আধুনিক ক্রীতদাস ॥ জরিপ

বিশ্বের মোট জনসংখ্যার শূন্য দশমিক পাঁচ শতাংশ, অর্থাৎ প্রায় ৩ কোটি ৬০ লাখ মানুষ আধুনিক ক্রীতদাসের জীবনযাপন করে বলে সাম্প্রতিক এক জরিপে প্রকাশ পেয়েছে। জরিপে মানুষকে জোরপূর্বক শ্রমে বাধ্য করা, ঋণের দায়ে আটকে পড়া, পাচারের শিকার হওয়া, অর্থের বিনিময়ে যৌন চাহিদা মেটানো ও জোরপূর্বক বা বাধ্যতামূলক বিয়ে ইত্যাদি বিষয়কে আধুনিক ক্রীতদাসের লক্ষণ বলে গণ্য করেছে ক্রীতদাসবিরোধী গোষ্ঠী ‘ওয়াক ফ্রি’। ওয়াক ফ্রি জানিয়েছে, বিশ্বের যে ১৬৭টি দেশে জরিপ চালানো হয়েছে তার সবগুলোতে ক্রীতদাসত্বের প্রমাণ পাওয়া গেছে। আফ্রিকা এবং এশিয়ার দেশগুলোই এ সমস্যা বেশি মোকাবেলা করছে বলে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে। ইউরোপে এ সমস্যা অনেক কম বলে উল্লেখ করা হয়েছে। গোষ্ঠীটির বিশ্ব ক্রীতদাস সূচকে বিশ্বে সংখ্যায় সবচেয়ে বেশি ক্রীতদাস ভারতে আছে বলে দেখা গেছে। আর জনসংখ্যার শতকরা হারে সবচেয়ে বেশি ক্রীতদাস আছে মৌরিতানিয়ায়। প্রতিবেদন অনুযায়ী ভারতে ১ কোটি ৪০ লাখ মানুষ ক্রীতদাসের মতো জীবন কাটায়। ভারতের পরই আছে চীন। খবর- ওয়েবসাইট
×