ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৯ মার্চ ২০২৪, ৫ চৈত্র ১৪৩০

ইহুদী উপাসনালয়ে হামলায় নিহত ৪ ইসরাইলী

প্রকাশিত: ০৪:৩০, ১৯ নভেম্বর ২০১৪

ইহুদী উপাসনালয়ে হামলায় নিহত ৪ ইসরাইলী

জেরুজালেমে ইহুদীদের একটি প্রার্থনা কেন্দ্রে (সিনাগগ) কুঠার ও ছুরি নিয়ে হামলা চালিয়ে চারজনকে হত্যা করেছে অজ্ঞাত দুই দুষ্কৃতকারী। মঙ্গলবার চালানো এ হামলায় আরও চারজন আহত হয়েছেন বলে জানিয়েছে ইসরাইলী পুলিশ। পরে পুলিশের গুলিতে ওই দুই হামলাকারী নিহত হয়। তাদের ফিলিস্তিনী বলে সন্দেহ করা হচ্ছে বলে জানিয়েছে ইসরাইলী গণমাধ্যমগুলো। খবর বিবিসির। ইসরাইলী এ্যাম্বুলেন্স সার্ভিসের এক মুখপাত্র সেনা রেডিওকে বলেছেন, চিকিৎসকরা ৯ ব্যক্তিকে চিকিৎসা দিচ্ছেন যাদের মধ্যে পাঁচজনের আঘাত গুরুতর। ইসরাইলী জাকা ইমার্জেন্সি রেসপন্স টিম বলেছে, ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটেছে। দেশটির পুলিশের এক মুখপাত্র জানান, তাঁরা এটিকে সন্ত্রাসী হামলা হিসেবে বিবেচনা করছেন। জেরুজালেমে আল আকসা মসজিদকে কেন্দ্র করে ইসরাইল-ফিলিস্তিনী উত্তেজনায় কয়েক সপ্তাহে ওই অঞ্চলে বেশ কয়েকটি হামলার ঘটনায় উভয়পক্ষের বেশ কয়েকজন হতাহত হয়েছেন।
×