ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ॥ নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চা

প্রকাশিত: ০৪:৪৫, ১৯ নভেম্বর ২০১৪

হবিগঞ্জে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ॥ নেতাকর্মীদের মাঝে প্রাণের সঞ্চা

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ১৮ নবেম্বর ॥ দীর্ঘ ১৪ বছর পর আগামী ২৯ নবেম্বর হবিগঞ্জে আসছেন জাতির জনকের কন্যা ডিজিটাল দেশ গড়ার স্বপ্নদ্রষ্টা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাঁর এই আগমন কেন্দ্র করে হবিগঞ্জ শহরের সরকারী-বেসরকারী অফিস-আদালত অপরূপ সাজে সজ্জিত করার পাশাপাশি চলছে গুরুত্বপূর্ণ সড়কগুলোতে সংস্কারকাজ। এছাড়া জেলা শহর হবিগঞ্জসহ এশিয়ার বৃহত্তম গ্যাস ফিল্ড নিয়ে ব্যাপকভাবে পরিচিত জেলার নবীগঞ্জ উপজেলা সদরের সড়ক-দেয়াল নানা সেøাগান সংবলিত শতাধিক তোরণ ও প্ল্যাকার্ডে ছেয়ে গেছে। প্রধানমন্ত্রীর এই সফর নিরাপদ-নির্বিঘœ ও প্রাণবন্ত করতে সর্বাত্মক চেষ্টা চালাচ্ছে জেলা প্রশাসন ও আওয়ামী লীগ। প্রধানমন্ত্রীর আগমনে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে যেমন দেখা দিয়েছে ব্যাপক প্রাণ চাঞ্চল্যতা তেমনি হবিগঞ্জ শহরে প্রতিদিনই হচ্ছে মিছিল-মিটিং। মুন্সীগঞ্জে ঠোঁটকাটা তালুকাটা রোগের বিনামূল্যে চিকিৎসা যমুনা ব্যাংক ফাউন্ডেশনের উদ্যোগে ও অর্থায়নে এবং ডক্টরস ভেন ডি ওয়েরল্ডের (এমডিএম নেদারল্যান্ডস) সহযোগিতায় মুন্সীগঞ্জ সদর হাসপাতালে ঠোঁটকাটা, তালুকাটা ও পোড়া রোগীদের জন্য পনেরো দিনব্যাপী বিনামূল্যে প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধন করা হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্লাস্টিক সার্জারি ক্যাম্পের উদ্বোধন করেন যমুনা ব্যাংকের চেয়ারম্যান শাহীন মাহমুদ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ সদর জেনারেল হাসপাতালের সিভিল সার্জন ডাক্তার কাজী শরিফুল আলম, মুন্সীগঞ্জ বিএমএ ও স্বাচিপের প্রেসিডেন্ট ডাক্তার এম আখতার হোসেন বাপ্পী এবং মুন্সীগঞ্জ পৌরসভার মেয়র একেএম ইরাদাত (মানু)। অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন যমুনা ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দিন আহমেদ। ২৭ নবেম্বর পর্যন্ত ক্যাম্প চলবে। Ñবিজ্ঞপ্তি
×