ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আলফ্রেড হিচককের গল্পের নায়িকা চম্পা

প্রকাশিত: ০৫:০৬, ২০ নভেম্বর ২০১৪

আলফ্রেড হিচককের গল্পের নায়িকা চম্পা

স্টাফ রিপোর্টার ॥ অভিনয় জীবনে অনেক প্রখ্যাত লেখকের লেখা অবলম্বনে তৈরি চলচ্চিত্র কিংবা নাটকে অভিনয় করেছেন। তবে এবার তাঁর জীবনে ঘটেছে একেবারেই ভিন্নধর্মী এক ঘটনা। ‘মাস্টার অব সাসপেন্স’ যার ছদ্ম নাম আমেরিকার সেই বিখ্যাত প্রযোজক পরিচালক স্যার আলফ্রেড হিচকক’র মূল গল্প অবলম্বনে একটি রহস্য ধারাবাহিক নাটকের একটি পর্বে কাজ করছেন চম্পা। পরিচালক আপাতত নাটকের নাম রেখেছেন ‘স্লো পয়জন’। তবে নামটি পরিবর্তিত হতেও পারে। নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন তরুণ মেধাবী নির্মাতা তারেক মাহমুদ হাসান। নির্মাতা তারেক মাহমুদ হাসান বলেন, আমার অনেক দিনের স্বপ্ন ছিল চম্পা ম্যাডামকে নিয়ে নাটক নির্মাণ করার। যে কারণে আমি নিজেই স্যার আলফ্রেড হিচকক’র একটি গল্পের নাট্যরূপ দিয়ে ম্যাডামকে শোনাই। তিনি তা পছন্দ করেন। আমি কৃতজ্ঞ তার প্রতি। পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নায়িকা চম্পা বলেন, আমি নাটকে খুব কম অভিনয় করি। তবে যেহেতু ‘সেøা পয়জন’র মূল গল্প স্যার আলফ্রেড হিচকক’র। তাই কাজটি করছি। তারেক বেশ গুছিয়ে কাজ করছেন। আশা করি ভাল কিছুই হবে। ‘সেøা পয়জন’ নাটকে শবনম চরিত্রে অভিনয় করছেন চম্পা। খুব শীঘ্রই একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে নাটকটি। এদিকে চম্পা গত সপ্তাহে ভারত থেকে দেশে ফিরেছেন। দেশে ফেরার পর এটাই হচ্ছে তার নতুন কোন নাটক। এদিকে চম্পা সর্বশেষ ‘মোস্ট ওয়েলকাম-টু’ চলচ্চিত্রে অভিনয় করেছেন। আপাতত আর নতুন কোন চলচ্চিত্রে তিনি অভিনয় করছেন না। ‘পদ্মা নদীর মাঝি’, ‘অন্য জীবন’, ‘উত্তরের খেপ’, ‘শাস্তি’ এবং ‘চন্দ্রগ্রহণ’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য চম্পা সর্বাধিক পাঁচবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেছেন।
×