ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

আগামীকাল মাছরাঙায় ‘নিঃসঙ্গ পদাতিক’

প্রকাশিত: ০৫:১৫, ২০ নভেম্বর ২০১৪

আগামীকাল মাছরাঙায় ‘নিঃসঙ্গ পদাতিক’

স্টাফ রিপোর্টার ॥ মাছরাঙা টেলিভিশনে আগামীকাল শুক্রবার রাত ৭-৪০ মিনিটে প্রচার হবে বিশেষ নাটক ‘নিঃসঙ্গ পদাতিক’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন আমিরুল ইসলাম অরুণ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন আবুল হায়াত, সাবেরী আলম, শোয়েব, খায়রুল আলম সবুজ, কাজী রাজু প্রমুখ। নাটকের গল্পে তুলে ধরা হয়েছে মানুষের জীবনের নিঃসঙ্গতাকে। কারণ মানুষ পরিবার-পরিজন নিয়ে এক সঙ্গে বসবাস করলেও কেউবা প্রাকৃতিক নিয়মে একা হয় কেউবা নিজের ইচ্ছেতেই একা থাকতে পছন্দ করে, আবার কেউবা সংঘবদ্ধ থেকেও নিজেকে একা ভাবতে ভালবাসে। এ রকম একজন মানুষ আসাদ সাহেব। আবীর তার একমাত্র সন্তান। সে এ যুগের ছেলে হলেও তার কোন বান্ধবী নেই, নেই কোন বন্ধু। এমন কি সে একটা মোবাইল ফোন পর্যন্ত ব্যবহার করে না। তাঁর সব কিছুই যেন তার বাবা আসাদ সাহেব। এমন নিরস ছেলে ভবিষ্যতে কেমন করে তার জীবন গড়বে, যখন আসাদ সাহেব এই পৃথিবীতে থাকবে না! ৩০ বছর পর তনুজার সঙ্গে দেখা হয় আসাদ সাহেবের, যার সঙ্গে এক সময় প্রেমের সম্পর্ক ছিল। ছোট চাকরিজীবী আসাদ সাহেব তখন অনিচ্ছা সত্ত্বেও তনুজাকে বিয়ে করতে পারেনি তারই বড়লোক বন্ধু রহমানের কারণে।
×