ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উইটসা মোবাইল এক্সিলেন্স পদক পেল বাংলালিংক

প্রকাশিত: ০৫:৪৮, ২০ নভেম্বর ২০১৪

উইটসা মোবাইল এক্সিলেন্স পদক পেল বাংলালিংক

সম্প্রতি বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত উইটসা গ্লোবাল আইসিটি এক্সিলেন্স এ্যাওয়ার্ড ২০১৪ শীর্ষক সংবাদ সম্মেলনে ওয়ার্ল্ড ইনফরমেশন টেকনোলজি সার্ভিসেস এ্যালায়েন্সেসের (উইটসা) মোবাইল এক্সিলেন্স পদক গ্রহণ করেন বাংলালিংকের চিফ কমার্শিয়াল অফিসার শিহাব আহমেদ। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী এবং সংবাদ সম্মেলনের প্রধান অতিথি জুনাইদ আহমেদ পলকের কাছ থেকে তিনি এক পদক গ্রহণ করেন। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সচিব শ্যাম সুন্দর শিকদার। বাংলাদেশ কম্পিউটার সমিতি এবং টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ যৌথভাবে এই সংবাদ সম্মেলনের আয়োজন করেন। বাংলালিংককে এই পুরস্কারের জন্যে মনোনীত করা হয় বাংলাদেশে মোবাইল ফোনের সামগ্রিক অবস্থা বিলাসিতা থেকে অপরিহার্যতায় পরিবর্তন করার জন্যে ‘নতুন কিছু করো’ স্লোগানে জীবনের নতুন উদ্যোগ শুরুতে সবার জন্যে সাশ্রয়ী মূল্যের যোগাযোগ ব্যবস্থা প্রণয়নে অবদানের জন্যে। Ñবিজ্ঞপ্তি
×