ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কিংস কাপ ফুটবল, শেখ জামালের লক্ষ্য আজ আরেকটি জয়

প্রকাশিত: ০৫:২৭, ২৩ নভেম্বর ২০১৪

কিংস কাপ ফুটবল, শেখ জামালের লক্ষ্য আজ আরেকটি জয়

স্পোর্টস রিপোর্টার ॥ ভুটানের চানগ্লিমিথাং স্টেডিয়ামে চলছে ফুটবল আসর ‘কিংস কাপ’। এতে গ্রুপ ‘এ’ তে নিজেদের প্রথম ম্যাচেই জয় কুড়িয়ে নিয়ে শুভসূচনা করেছিল বাংলাদেশের প্রিমিয়ার লীগের সর্বশেষ চ্যাম্পিয়ন দল শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড। ভুটানের ড্রুক ইউনাইটেড ক্লাবকে ৩-০ গোলে হারায় তারা। আটদিন বিরতির পর জামাল আজ তাদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামছে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় তাদের প্রতিপক্ষ থাইল্যান্ডের নাখোন রাতচাসিং মাজদা। সম্প্রতি ভারতের কলকাতায় ‘আইএফএ শিল্ড’ খেলে রানার্সআপ হয়েছিল শেখ জামাল ধানম-ি। দারুণ ফুটবল খেলে সেখানকার ফুটবলপ্রেমীদের বাহবা কুড়িয়েছিল তারা। শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই ভুটানের এসেছে। কিংস কাপে তাদের লক্ষ্য চ্যাম্পিয়ন হওয়া। এবার নতুন কিছু খেলোয়াড় যোগ হয়েছে জামালে। যদিও অধিনায়ক মামুনুল ইসলাম খেলছেন না কিংস কাপে। তিনি এখন ভারতের কলকাতায় অবস্থান করছেন সেখানকার ফ্রাঞ্চাইঝি লীগ আইএসএলে এ্যাটলেটিকো ডি কলকাতার হয়ে খেলতে। জামালের প্লাস পয়েন্টÑ বিদেশী খেলোয়াড় ল্যান্ডিং এবং ডেনমার্কপ্রবাসী বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় জামাল ভুঁইয়াকে দলভুক্ত করা। ফরোয়ার্ড পজিশনে আছেন ওয়েডসন এবং এমেকা। যারা লীগে যথাক্রমে ২৬ এবং ২৪ গোল করেছেন। আর দুই বিদেশী হচ্ছেন ড্যানিয়েল এবং উইগো। লেফটেন্যান্ট শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড ঢাকা ধানম-ির একটি ক্রীড়া ক্লাব। ক্লাবটির প্রতিষ্ঠাতার নাম যোগ করার আগে এটি ধানম-ি ক্লাব হিসেবে পরিচিত ছিল। ২০১০ সালে ক্লাবটি শেখ জামাল ধানম-ি ক্লাব নামে আত্মপ্রকাশ করে। তারা বাংলাদেশ প্রিমিয়ার লীগের বর্তমান চ্যাম্পিয়ন। ২০১৩ সালে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে আটবারের চ্যাম্পিয়ন আবাহনীকে ৩-০ গোলে হারিয়ে ফেডারেশন কাপ জয় করে শেখ জামাল ধানম-ি ক্লাব। ২০১০ সাল থেকে পরপর চার বছর ফেডারেশন কাপের ফাইনাল খেলে তারা। ২০১০-এ প্রথমবার আবাহনীর কাছে হেরে যায় ৫-৩ গোলে। ২০১১ সালে বিজেএমসিকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো চ্যাম্পিয়ন হয়। ২০০০ সালে শেখ জামাল ধানম-ি ক্লাব বুদ্ধ সুব্বা গোল্ডকাপ জয় করে। সেই প্রতিযোগিতাতে অবশ্য দলটি ধানম-ি ক্লাব নামেই খেলেছিল। ২০১১ সালে নেপালে পোখারা স্টেডিয়ামে সাফাল পোখারা কাপ টুর্নামেন্টের ফাইনালে শেখ জামাল ১-০ গোলে পরাজিত করে নেপাল আর্মিকে। ২০১৪ সালে ভারতের কলকাতায় আইএফএ শিল্ড কাপের ফাইনালে উঠে শেখ জামাল। ফাইনালে উঠার জন্য তারা ইস্ট বেঙ্গল ও মোহনবাগান ফুটবল দলকে হারায়। তবে ফাইনালে মোহামেডানের কাছে হেরে রানার্সআপ হয়। এখন দেখার বিষয়, ‘কিংস কাপ’-এ কেমন রেজাল্ট করে শেখ জামাল।
×