ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

আইজিসিসিতে সৈয়দ আব্দুল হাদির একক সঙ্গীত সন্ধ্যা

প্রকাশিত: ০৫:৩৩, ২৩ নভেম্বর ২০১৪

আইজিসিসিতে সৈয়দ আব্দুল হাদির একক সঙ্গীত সন্ধ্যা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর গুলশানের ইন্দিরা গান্ধী সাংস্কৃতিক কেন্দ্রে (আইজিসিসি) শুক্রবার অনুষ্ঠিত হলো দেশবরেণ্য সঙ্গীতশিল্পী সৈয়দ আব্দুল হাদির একক সঙ্গীত সন্ধ্যা। ওই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সহযোগিতা দেয় এশিয়ান পেইন্টস এবং মাইক্রো বাংলাদেশ। সোয়া ঘণ্টাব্যাপী অনুষ্ঠানে শিল্পী মোট ১২টি গান পরিবেশন করেন। এর মধ্যে অনুষ্ঠানের শুরুতে শিল্পী পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত ‘তুমি কেমন করে গান কর হে গুণী।’ এরপর একে একে পরিবেশন করেন রবীন্দ্রসঙ্গীত ‘কেন চোখের জলে’, নজরুলগীতি ‘এত জল ও কাজল চোখে’, গজল ‘ইয়া আরজু থি’, লোকগান ‘ওকি ও বন্ধু কাজল ভোমরা রে’, আধুনিক গান ‘চোখের নজর এমনি কইরা’, ‘এই পৃথিবীর পান্থশালায়’, ‘যেওনা সাথী’, ‘প্রেম যমুনার পাড়ে’, ‘ও আমার বাংলাদেশ’ প্রভৃতি গান। অনুষ্ঠানে বিভিন্ন বাদ্যযন্ত্রে শিল্পীকে সহযোগিতা করেন তবলায় পল্লব স্যানাল, কীবোর্ডে রূপতনু দা শর্মা, বাঁশিতে মোঃ মনিরুজ্জামান, অক্টোপ্যাডে মোঃ আলমগীর, একুয়েস্টিক গীটার শাকিল মোঃ দীপন এবং বেস গীটারে শিল্পীকে সহযোগিতা করেন রিচার্ড কিশোর।
×