ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

সেরা একাদশের খোঁজে এ্যাঞ্জেলো ম্যাথুস

প্রকাশিত: ০৫:১৪, ২৫ নভেম্বর ২০১৪

সেরা একাদশের খোঁজে এ্যাঞ্জেলো ম্যাথুস

স্পোর্টস রিপোর্টার ॥ এশিয়া কাপ, টি২০ বিশ্বকাপ জয়, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সিরিজে সাফল্য, সব মিলিয়ে সময়টা মন্দ যাচ্ছিল না লঙ্কানদের। কিন্তু হুট করেই ভারত সফরে গিয়ে পাঁচ ওয়ানডের সিরিজে হোয়াইটওয়াশে ছন্দপতন। বিশ্বকাপের মাস দুয়েক আগে তাই নতুন করে সেরা একাদশ খুঁজতে হচ্ছে দলটিকে! বুধবার থেকে নিজ মাটিতে ইংল্যান্ডের বিপক্ষে সাত ওয়ানডের সিরিজে তাই কেবল ঘুরে দাঁড়ানোই নয়, ’৯৬-এর বিশ্বচ্যাম্পিয়নদের জন্য ঘর গোছানোরও সুযোগ। বিষয়টা প্রকাশ্যে স্বীকার করে নিয়েছেন এ্যাঞ্জেলো ম্যাথুস। লঙ্কান সেনাপতি বলেছেন, উপযুক্ত একাদশ বেছে নিতে সিরিজটি তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ‘এটা সত্য যে আমাদের হাতে পরীক্ষা-নিরীক্ষা চালানোর যথেষ্ট সময় নেই। কিন্তু বিশ্বকাপের জন্য একটি সেরা একাদশ বেছে নিতে ইংল্যান্ডের সঙ্গে এই সিরিজটি হবে খুবই গুরুত্বপূর্ণ। ভারত সফরে অনেক কিছু পরিষ্কার হয়েছে। এবার কম্বিনেশন তৈরির পালা। কারা বিশ্বকাপে যাচ্ছে? সেটা তাদের নিজেদেরও যেমন জানা প্রয়োজন, তেমনি অধিনায়ক-নির্বাচকদেরও। মানসিকভাবে তৈরির একটা বিষয় আছে। সিরিজটির মধ্য দিয়েই আমরা পুরোপুরি বিশ্বকাপে মনোযোগ দিতে চাই।’ ভারতে শ্রীলঙ্কাকে ভুগিয়েছে বোলিং ও ব্যাট হাতে ওপেনিং জুটির ব্যর্থতা। ইনজুরির জন্য নেই প্রধান স্ট্রাইক বোলার লাসিথ মালিঙ্গা ও স্পিনার রঙ্গনা হেরাথ। যার ফায়দা লুটে প্রতিম্যাচেই রানের বন্যা বইয়ে দিয়েছেন বিরাট কোহলিরা। ব্যাট হাতে ওপেনিংয়ে কৌশল পেরেরা, দিমুথ করুণারতেœদের অবস্থাও সুবিধার নয়। তিলকারতেœ দিলশান হঠাৎ ঝলক দেখালেও ধারাবাহিক নন। ‘ব্যাটিংয়ে ওপেনিং পজিশন খুবই গুরুত্বপূর্ণ। এখানে আমাদের স্থিরতা আনতে হবে। প্রয়োজনে টপ-অর্ডার থেকে কাউকে দিয়ে চেষ্টা করা হবে। আমাদের হাতে সময় খুবই কম। বিশ্বকাপের জন্য যেমন দল সাজাতে হবে, তেমনি অদূর ভবিষ্যতে কুমার সাঙ্গাকারা ও মাহেলা জয়াবর্ধনের বিকল্প খুঁজে বের করতে হবে।’ প্রথম তিন ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন সাবেক তারকা সনাথ জয়সুরিয়ার নেতৃত্বাধীন নির্বাচক কমিটি। প্রায় তিন বছর পর দলে ফেরানো হয়েছে বাঁহাতি ব্যাটসম্যান থিলিনা কান্দাম্বেকে। ইনজুরি কাটিয়ে দলে ফিরেছেন স্পিনার রঙ্গনা হেরাথ। বড় পরিবর্তনে বাদ পড়েছেন প্রতিষ্ঠিত পেসার নুয়ান কুলাসেকারা! শ্রীলঙ্কা দল ॥ এ্যাঞ্জেলো ম্যাথুস (অধিনায়ক), তিলকারতেœ দিলশান, কুমার সাঙ্গাকারা, মাহেলা জয়াবর্ধনে, লাহিরু থিরিমান্নে, জীবন মেন্ডিস, থিলিনা কান্দাম্বে, রঙ্গনা হেরাথ, দিলরুয়ান পেরেরা, অজন্তা মেন্ডিস, সামিন্দা এরাঙ্গা, ধাম্মিকা প্রাসাদ, থিসারা পেরারা ও লাহিরু গামাগে।
×