ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জঙ্গীদের বাসা ভাড়া দেয়া হলে ব্যবস্থা ॥ সিএমপি কমিশনার

প্রকাশিত: ০৪:৫০, ২৬ নভেম্বর ২০১৪

জঙ্গীদের বাসা ভাড়া দেয়া হলে ব্যবস্থা ॥ সিএমপি কমিশনার

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ জঙ্গী, সন্ত্রাসী, অপরাধী ও মাদকসেবীকে বাড়ি ভাড়া দেয়া হলে বাড়িওয়ালার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। বাড়ি ভাড়া দেয়ার পূর্বে ভাড়াটিয়া সম্পর্কে প্রয়োজনীয় তথ্য গ্রহণ করতে হবে। সিএমপি কমিশনার আবদুল জলির ম-ল মঙ্গলবার দুপুরে এ কথা জানান সিটি কর্পোরেশনের কাউন্সিলরদের সঙ্গে মতবিনিময়সভায়। চট্টগ্রাম নগরীর একটি আবাসিক হোটেল থেকে এক পাকিস্তানী নাগরিকসহ ৫ জনকে গ্রেফতারের বিষয়টি উল্লেখ করে সিএমপি কমিশনার বলেন, ভবিষ্যতে এ ধরনের ঘটনা ঘটলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, প্রথমবারের মতো এমন ঘটনা ঘটায় হোটেল মালিককে ক্ষমা করে দেয়া হয়েছে। কিন্তু ভবিষ্যতে তা আর হবে না। তিনি বলেন, ভাড়াটিয়া বা বর্ডারের বিস্তারিত তথ্য সংগ্রহ করে তবেই বাসা কিংবা হোটেল রুম ভাড়া দিতে হবে আর যদি তা না হয় তাহলে সংশ্লিষ্ট হোটেল ও বাড়িওয়ালার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। জঙ্গী ও সন্ত্রাসীদের আশ্রয় দেয়ার জন্য ঐ মামলায় তাদেরও আশ্রয়দাতা হিসেবে আসামি করা হবে। কাউন্সিলরদের সঙ্গে বৈঠকে চট্টগ্রাম শহরকে পরিষ্কার পরিচ্ছন্ন ও যানজটমুক্ত করতে তিনি সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, নাগরিক ও জনপ্রতিনিধিদের সহায়তা পেলে অসাধ্যও সাধন করা সম্ভব। মতবিনিময়সভায় উপস্থিত ছিলেন পুলিশের অতিরিক্ত কমিশনার বনজ কুমার মজুমদার, প্যানেল মেয়র মোহাম্মদ হোসেন, হাসান মাহমুদ হাসনী, জোবাইরা নার্গিস খান, মোঃ শাহজাহান, ফরিদ আহমেদ চৌধুরী, মোঃ শফিকুল ইসলাম, মাহবুবুল আলম, মোহাম্মদ আজম প্রমুখ।
×