ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে চীনের সঙ্গে চুক্তি

প্রকাশিত: ০৫:২১, ২৬ নভেম্বর ২০১৪

চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে চীনের সঙ্গে চুক্তি

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীতে এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের লক্ষ্যে চীনের সঙ্গে সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের পক্ষে চউক চেয়ারম্যান আবদুচ ছালাম এবং চীনের রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান চায়না ন্যাশনাল এ্যারো-টেকনোলজি ইন্টারন্যাশনাল ইঞ্জিনিয়ারিং কো-অপারেশনের (ক্যাটিক) পক্ষে সংস্থাটির প্রেসিডেন্ট এসিসটেন্ট এবং শ্রীলংকা শাখার ভাইস প্রেসিডেন্ট ওয়েন ঝংলিন এ স্মারকে স্বাক্ষর করেন। গত রবিবার এ চুক্তি স্বাক্ষর হয়। এ সময় উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। চউক সূত্রে জানানো হয়, চট্টগ্রাম নগরীর শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর থেকে শুরু হয়ে এই এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আসবে বারিক বিল্ডিং মোড় পর্যন্ত। সেখান থেকে একটি অংশ লালখান বাজার পর্যন্ত এবং অপর একটি অংশ শাহ আমানত সেতু পর্যন্ত যাবে। প্রায় ২৫ কিলোমিটার দীর্ঘ এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণে ব্যয় হয়ে প্রায় ৩ হাজার কোটি টাকা। এর মধ্যে ৮০ থেকে ৮৫ শতাংশ অর্থ দেবে চীন। আর বাকি অর্থ দেবে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। আগামী তিন মাসের মধ্যে সহজ শর্তে এই ঋণের ব্যবস্থা করবে চুক্তিবদ্ধ চীনা সংস্থা ক্যাটিক। চউক চেয়ারম্যান আবদুচ ছালাম জানান, চীনা প্রতিনিধি দলটি সম্প্রতি চট্টগ্রামে এসে সরেজমিন পরিদর্শন করে এ প্রকল্পে বিনিয়োগে আগ্রহ প্রকাশ করে। সে অনুযায়ী উভয় পক্ষ সমঝোতায় উপনীত হয়ে চুক্তি স্বাক্ষর করেছে।
×