ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রবির সহযোগিতায় আইবিএ’র ক্যারিয়ার কার্নিভ্যাল

প্রকাশিত: ০৫:১৭, ২৭ নভেম্বর ২০১৪

রবির সহযোগিতায় আইবিএ’র ক্যারিয়ার কার্নিভ্যাল

অর্থনৈতিক রিপোর্টার ॥ টেলিযোগাযোগ শিল্পে শিক্ষার্থীদের কাজের সুযোগ সম্পর্কে জানাতে মুঠোফোন সেবাদাতা প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেডের সহযোগিতায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ‘ক্যারিয়ার কার্নিভ্যাল’ অনুষ্ঠিত হয়েছে। ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে বুধবার সকালে এই কার্নিভ্যালের উদ্বোধন করেন ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ইকবাল আহমেদ। শিক্ষার্থীদের জন্য নানা ধরনের আয়োজন নিয়ে সাজানো হয়েছিল এই ক্যারিয়ার কার্নিভ্যাল। আইবিএ ক্যাম্পাসে একটি ক্যারিয়ার বুথ স্থাপন করা হয়েছিল যেখানে শিক্ষার্থীদের রবিতে ইন্টার্নশিপের সুযোগ ও চাকরির সম্ভাবনা সম্পর্কে জানানো হয়। এতে ক্যাম্পাসে বসেই শিক্ষার্থীরা যেন রবিতে চাকরির আবেদন করতে পারেন সেজন্য ক্যারিয়ার বুথে সিভি জমা দেয়ার আলাদা ব্যবস্থা করা হয়। আয়োজনের অংশ হিসেবে মিট দ্য এ্যালামনাই সেশনে মোবাইল প্রযুক্তি খাতে ক্যারিয়ার গড়ার অভিজ্ঞতা বিনিময় করেছেন রবি’র পদস্থ কর্মকর্তারা; যারা এক সময় আইবিএ’র শিক্ষার্থী ছিলেন। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সেশনটি ছিল প্রাণবন্ত। এরপর আইবিএ’র বিবিএ ও এমবিএ কোর্সের শেষ বর্ষের শিক্ষার্থীদের চাকরির ক্ষেত্রে নিজেদের যোগ্যতা বৃদ্ধি করতে ক্যাপাসিটি বিল্ডিং সেশনের আয়োজন করা হয়। এ সেশনে বাস্তব জীবনের ব্যবস্থাপনা নিয়ে শিক্ষার্থীদের কিছু কাজ করতে বলা হয় যা চাকরিপ্রার্থীদের জন্য খুব তাৎপর্যপূর্ণ ছিল। এটি বিশেষভাবে শেষবর্ষের শিক্ষার্থীদের জন্য আয়োজন করা হয়েছিল, যাতে করি তারা প্রতিযোগিতামূলক চাকরির বাজারের জন্য নিজেদের প্রস্তুত করতে পারে। অধ্যাপক ইকবাল আহমেদ বলেন, মাত্র ¯œাতক শেষ করা শিক্ষার্থীদের কাছে চাকরির প্রক্রিয়াটি পুরোপুরি নতুন হওয়ায় এটি অনেকের কাছে ভীতিকর বলে মনে হয়।
×