ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

গুসি শান্তি পুরস্কার নিলেন গবর্নর

প্রকাশিত: ০৫:৩৫, ২৭ নভেম্বর ২০১৪

গুসি শান্তি পুরস্কার নিলেন গবর্নর

অর্থনৈতিক রিপোর্টার ॥ দারিদ্র্য কমিয়ে সমাজে শান্তি প্রতিষ্ঠায় অবদানের জন্য ‘দরিদ্র জনগোষ্ঠীর অর্থনীতিবিদ’ হিসেবে এ বছর ফিলিপিন্সের গুসি শান্তি পুরস্কার পেয়েছেন বাংলাদেশ ব্যাংকের গবর্নর ড. আতিউর রহমান। বুধবার ম্যানিলার স্থানীয় সময় বিকেল পাঁচটায় ফিলিপিন্স ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারের প্ল্যানারি হলে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে গুসি শান্তি পদক পুরস্কার গ্রহণ করেন তিনি। শান্তি প্রতিষ্ঠা ও উন্নয়নের বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় এ বছর বিশ্বের বিভিন্ন দেশের আরও ১৪ ব্যক্তিত্বকে গুসি শান্তি পুরস্কার দেয়া হয়েছে। এবারের শান্তি পুরস্কার পাওয়াদের মধ্যে আতিউর রহমান ছাড়াও ভারতের কলিঙ্গ ইনস্টিটিউট অব ইন্ডাস্ট্রিয়াল টেকনোলজির প্রতিষ্ঠাতা অচ্ছুত সামন্ত ও এবং চীনের হেনরি ফক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মনসন ফক ছাড়াও অস্ট্রেলিয়া, কঙ্গো, জার্মানি, ইরান, ইতালি, জাপান, লিথুনিয়া, নেপাল, নেদারল্যান্ডস, ফিলিপিন্স, পোল্যান্ড ও সৌদি আরবের ব্যক্তিত্বরা রয়েছেন। পুরস্কার গ্রহণের সময় অনুভূতি প্রকাশ করতে গিয়ে গবর্নর বলেন, এ পুরস্কার আমার একার নয়, আমি যাদের জন্য কাজ করি এবং যাদের নিয়ে কাজ করি তাদের সবাই এর অংশীদার। দরিদ্রদের নিয়ে কাজ করার জন্যই আমাকে গুসি শান্তি পদক দেয়া হয়েছে। প্রায় ছয় বছর আগে আমি যখন কেন্দ্রীয় ব্যাংকের গবর্নর হিসেবে দায়িত্ব নেই, তখন বাংলাদেশ ব্যাংককে মানবিক কেন্দ্রীয় ব্যাংক হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছিলাম। আজ সেটা অনেকটাই সফল হয়েছে। যশোরে যমুনা ব্যাংকের ব্যবসা সম্মেলন যমুনা ব্যাংকের খুলনা অঞ্চলের ব্যবসা সম্মেলন সম্প্রতি যশোরে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যবসা সম্মেলন উদ্বোধন করেন ব্যাংকের চেয়ারম্যান শাহীন মাহমুদ। সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক শফিকুল আলম। এছাড়া উপস্থিত ছিলেন উপব্যবস্থাপনা পরিচালক মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মদ। সম্মেলনে শাখা প্রধানগণ ভবিষ্যতেও ব্যাংকের সার্বিক উন্নয়নে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। -বিজ্ঞপ্তি
×