ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অযত্নে অবহেলায়

প্রকাশিত: ০৬:০০, ২ ডিসেম্বর ২০১৪

অযত্নে অবহেলায়

বিশ্বব্যাপী প্রায় প্রতিদিনই কোন না কোন দিবস পালিত হয়। আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবসও বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশে পালিত হয়ে থাকে। মঙ্গলবার এই আন্তর্জাতিক প্রতিবন্ধী দিবস যথারীতি আনুষ্ঠানিকতায় সীমাবদ্ধ থাকে। কিছু বক্তৃতা- বিবৃতি, র‌্যালি সমাবেশ, সেমিনার, সিম্পোজিয়াম ও আলোচনাসভা হয় এ উপলক্ষে। কিন্তু কাজের কাজ খুব কমই হয়ে থাকে। বাংলাদেশের আনাচে-কানাচে দেখা মেলে প্রতিবন্ধীদের। কেউ শারীরিক প্রতিবন্ধী। কেউ দৃষ্টি প্রতিবন্ধী। কেউবা বুদ্ধি প্রতিবন্ধী। কয়েক লাখ পথশিশুর ভিড়ে কিছু প্রতিবন্ধীও রয়েছে। এদের প্রতি সমাজের আচরণ এ রকমÑ সুস্থ শিশুরাই উপযুক্ত যতœ পাচ্ছে না, তো প্রতিবন্ধী শিশুদের দেখবে কে? কিন্তু প্রতিবন্ধী শিশুদের প্রতি যথাযথ দায়িত্ব পালন না করলে এরা সমাজের বোঝা হয়ে দাঁড়াবে। যা কেবল পরিবার ও ব্যক্তি জীবনে হতাশার কারণ হবে। তাই ফুলের মতো ফুটফুটে এই প্রতিবন্ধী শিশুদের কল্যাণে সমাজকে এগিয়ে আসতে হবে। এজন্য সবার আগে প্রয়োজন সচেতনতা। রাজধানীর তোপখানার মেহেরবা প্লাজার সামনে থেকে প্রতিবন্ধী শিশুটির ছবি তুলেছেন দৈনিক জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×