ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চেম্বার নির্বাচন নিয়ে সরগরম খুলনার ব্যবসায়ী মহল

প্রকাশিত: ০৪:৩২, ৪ ডিসেম্বর ২০১৪

চেম্বার নির্বাচন নিয়ে সরগরম খুলনার ব্যবসায়ী মহল

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা চেম্বার অব কমার্স এ্যান্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন নিয়ে সরগরম হয়ে উঠেছে ব্যবসায়ী মহল ও বাজার এলাকা। আগামী ১৩ ডিসেম্বর সাধারণ ও সহযোগী শ্রেণীর পরিচালকের ২১টি পদে ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। দুটি প্যানেলে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪২ প্রার্থী। ইতোমধ্যে ব্যবসায়ী শ্রেণীর তিনটি পরিচালক পদের তিন প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। পরিচালক পদের নির্বাচন সম্পন্ন হওয়ার পর ১৮ ডিসেম্বর পরিচালকদের ভোটে নির্বাচিত হবেন সভাপতি ও দুই সহসভাপতি। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, খুলনা চেম্বারের নির্বাচনে সাধারণ সদস্য শ্রেণীতে ১৫টি, সহযোগীতে ৬টি এবং বাণিজ্যিক দলে ৩টি পদ রয়েছে। ইতোমধ্যে বাণিজ্যিক দলের ৩টি পদে চেম্বারের বর্তমান সভাপতি কাজী আমিনুল হক, এ্যাডভোকেট সাইফুল ইসলাম ও গোপী কৃষাণ মুন্ধড়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আগামী ১৩ ডিসেম্বর অনুষ্ঠিতব্য সাধারণ ও সহযোগী শ্রেণীর পরিচালকের ২১টি পদে দুটি প্যানেল থেকে ৪২ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। নির্বাচনে সাধারণ শ্রেণীতে ১ হাজার ২৮৯ জন ও সহযোগী সদস্য শ্রেণীতে ৭২২ জন ভোটার রয়েছেন। নির্বাচিত পরিচালকরা ১৮ ডিসেম্বর ভোটের মাধ্যমে তাদের মধ্য থেকে সভাপতি ও ২ জন সহসভাপতি নির্বাচিত করবেন। ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে জানা যায়, খুলনা চেম্বারের বর্তমান সভাপতি কাজী আমিনুল হকের নেতৃত্বে ব্যবসায়ী ঐক্য পরিষদ নামে একটি প্যানেলে ২১ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। অপরদিকে তরুণ ব্যবসায়ীরা খুলনা ব্যবসায়ী পরিষদ নামে সাধারণ সদস্য শ্রেণীতে ১৫ জন এবং সহযোগী শ্রেণীর পরিচালক পদে ৬ জন প্রার্থী দিয়েছেন। ব্যবসায়ীরা জানান, দীর্ঘদিন পর খুলনা চেম্বারের নির্বাচনে পূর্ণাঙ্গ দুটি প্যানেল অংশ নিচ্ছে। ২০১০ সালে চেম্বারে প্রশাসক নিয়োগের পর থেকে নির্বাচনে একটি প্যানেল পূর্ণাঙ্গ ও আরেকটি আংশিক প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করত। এবারের নির্বাচনে পৃথক পূর্ণাঙ্গ প্যানেল থাকায় নির্বাচন জমে উঠেছে। ব্যবসায়ী মহল ও বাজার এলাকা এখন নির্বাচনী কর্মকা-ে সরগরম। প্রার্থীরা দিন-রাত সমানে ভোটারদের কাছে ছুটে যাচ্ছেন। নির্বাচিত হলে ব্যবসায়ীদের দাবি আদায়ের আন্দোলনে পাশে থাকার ও ব্যবসায়ীদের সেবা সহজলভ্য করার অঙ্গীকার করছেন।
×