ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নওয়াপাড়ায় হরতাল পালন ॥ মোল্যা ওলিয়ার হত্যায় যশোরে ইউপি চেয়ারম্যান আটক

প্রকাশিত: ০৫:১৮, ৪ ডিসেম্বর ২০১৪

নওয়াপাড়ায় হরতাল পালন ॥ মোল্যা ওলিয়ার হত্যায় যশোরে ইউপি চেয়ারম্যান আটক

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরের নওয়াপাড়ায় বুধবার সর্বাত্মক হরতাল পালিত হয়েছে। অভয়নগরের আ’লীগ নেতা মোল্যা ওলিয়ার হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে ইউপি চেয়ারম্যান ও সুন্দলী ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাসকে (৫২) যশোর গোয়েন্দা পুলিশ (ডিবি) আটক করেছে। মঙ্গলবার পুলিশ উপজেলার সুন্দলীর গ্রামের বাড়ি থেকে রাত সাড়ে ১১টার সময় তাকে আটক করে। ডিবি পুলিশ জানায়, ওলিয়ার মোল্যা হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে আটক শিশিরের স্বীকারোক্তিনুযায়ী চেয়ারম্যান পরিতোষ বিশ্বাসকে আটক করা হয়েছে। আটককৃত পরিতোষ বিশ্বাস প্রথম আলো পত্রিকার অভয়নগর প্রতিনিধি মাসুদ আলমকে পিটিয়ে হত্যার উদ্দেশ্যে হাত-পা ভেঙ্গে দেয়ার মামলার প্রধান আসামি। এদিকে গত সোমবার রাতে আটক প্রতাপ বৈরাগী ওরফে রানা ডিবি পুলিশের কাছে হত্যাকাণ্ডের চাঞ্চল্যকর তথ্য দিয়েছে। মামলার তদন্ত কর্মকর্তা জানায়, রানা স্থানীয় ওই ইউপি চেয়ারম্যানের ছত্রছায়ায় খুন চাঁদাবাজিসহ বিভিন্ন অপরাধ করে আসছে। আটক রানাকেও আদালতে হাজির করার পর ৭ দিনের রিমান্ডের আবেদন করা হয়েছে। এ নিয়ে এ হত্যাকাণ্ডে জড়িত থাকার সন্দেহে ৮ আটক করা হলো। হরতাল পালন ॥ অভয়নগরে আ’লীগ নেতা পৌর কাউন্সিলর মোল্যা ওলিয়ার রহমানের হত্যাকা-ে জড়িতদের গ্রেফতারপূর্বক শাস্তির দাবীতে নওয়াপাড়ায় সর্বাত্মক সকাল-সন্ধ্যা হরতাল পালিত হয়েছে। সংগ্রাম কমিটির ডাকে বুধবার হরতালে নওয়াপাড়ার দলমত নির্বিশেষে সকলপেশাজীবী সংগঠন স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে। হরতাল চলাকালে নওয়াপাড়া বাজারসহ উপজেলার চেঙ্গুটিয়া থেকে রাজঘাট পর্যন্ত সকল প্রকার ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল রেস্তরা, সকল শিক্ষাপ্রতিষ্ঠান, এনজিও বন্ধ ছিল। ব্যাংক-বীমা ও অভয়নগর উপজেলা পরিষদের প্রধান ফটকে তালাবদ্ধ ছিল। ব্যাংকে কোন লেনদেন হয়নি। ভ্যান-রিক্সাসহ সকল প্রকার যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ ছিল। ভৈরব নদের ওপর খেয়ানৌকাও চলেনি। ঘাট ও গোডাউনে সার সিমেন্ট লোড- আনলোড বন্ধ রেখে শ্রমিকরা হরতালে যোগ দেয়। হরতাল চলাকালে সারদিন নওয়াপাড়া বাজারে খ- খ- মিছিল বের হয়। পিকেটাররা যশোর- খুলনা মহাসড়কে টায়ার জ্বালিয়ে, কাঠের গুঁড়ি ফেলে অবরোধ করে রাখে।
×