ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

বিপর্যয়ের মুখে বগুড়ায় ইটভাঁটি

প্রকাশিত: ০৫:২২, ৪ ডিসেম্বর ২০১৪

বিপর্যয়ের মুখে বগুড়ায়  ইটভাঁটি

স্টাফ রিপোর্টার, বগুড়া অফিস ॥ জ্বালানি কয়লা সঙ্কটের কারণে বিপাকে পড়েছে বগুড়ার ইটভাঁটিগুলো। কয়লার সরবরাহ সঙ্কটের কারণে চলতি মৌসুমের দেড় মাস পার হলেও জেলার এক-তৃতীয়াংশের বেশি ইটভাঁটি চালু হয়নি। এতে ইটভাঁটি শিল্প বিপর্যয়ের মুখে পড়েছে। আবার হাতেগোনা যে সব ভাঁটিতে আগুন দেয়া হয়ছে সেগুলোর মালিকরা কয়লা সঙ্কটের কারণে মাঝপথে ভাঁটি বন্ধের আশঙ্কায় রয়েছেন ব্যাপক দুশ্চিন্তায়। অপর দিকে সঙ্কটের কারণে প্রতিটন কয়লার দাম গত মৌসুমের তুলনায় বেড়ে প্রায় দ্বিগুণে পৌঁছেছে। এ কারণে ইটের উৎপাদন খরচও বেড়ে যাচ্ছে অনেক বেশি। যার বিরূপ প্রতিক্রিয়া পড়তে পারে অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রে। এমনই আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা। ইট প্রস্তুত মালিক সমিতি সূত্র জানায়, বগুড়ায় মোট ইটভাঁটি রয়েছে ২৩০টি। এর মধ্যে ১৮০টি ভাঁটি গত বছরে চালু ছিল। এসব ভাঁটিতে প্রতি মৌসুমে (বছরে) কয়লার প্রয়োজন প্রায় পৌনে ২ লাখ টন। সূত্র জানায়, ভারত থেকে আমদানি করা কয়লার ওপরেই ইটভাঁটিগুলো নির্ভরশীল। মোট চাহিদার ২৫ ভাগ আসে দেশের বড়পুকুরিয়ার কয়লা খনি থেকে। কিন্তু এবার তাও আসছে না। কয়লা খনি সংশ্লিষ্টরা জানিয়েছেন, কিছু সমস্যার কারণে গত ৬ মাস বড়পুকুরিয়ায় কয়লা উত্তোলন বন্ধ ছিল। সে সব সমস্যা কাটিয়ে চলতি মাসে সীমিত আকারে কয়লা উত্তোলন শুরু হলেও পুরোদমে শুরু হতে আরও কিছু সময় লাগবে।
×