ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাড়ছে দুর্ঘটনা

যশোরে চলছে সাড়ে তিন হাজার ফিটনেসবিহীন যান

প্রকাশিত: ০৫:২৭, ৪ ডিসেম্বর ২০১৪

যশোরে চলছে সাড়ে তিন হাজার ফিটনেসবিহীন  যান

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ যশোরে অবাধে চলছে প্রায় সাড়ে ৩ হাজার ফিটনেসবিহীন যানবাহন। বছরের পর বছর এসব যানবাহন ফিটনেস নবায়ন না করায় লক্কড়-ঝক্কর গাড়িতে পরিণত হয়েছে। এ যানবাহনে জীবনের ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন সাধারণ মানুষ। যাত্রীরা বিকল্প ব্যবস্থা না পেয়ে বাধ্য হয়েই যাতায়াত করছেন এসব গাড়িতে। এ সুযোগে যাত্রীদের জিম্মী করে আদায় করা হচ্ছে ইচ্ছামতো ভাড়া। ফিটনেসবিহীন বাসে অতিরিক্ত যাত্রী নিয়ে চলাচল করতে গিয়ে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় অসংখ্য দুর্ঘটনা। আর প্রাণ যাচ্ছে সাধারণ মানুষের। সর্বশেষ চলতি বছরের ১৫ ফেব্রুয়ারি যশোরের চৌগাছায় বেনাপোল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের পিকনিকের বাস উল্টে ৯ শিশু নিহত ও আহত হয় আরও অন্তত অর্ধশতাধিক যাত্রী। এ দুর্ঘটনার পর তোলপাড়ের সৃষ্টি হয় সারাদেশে। তবুও ফিটনেসবিহীন যানবাহনের বিরুদ্ধে মাঠে নামেনি সংশ্লিষ্ট প্রশাসন। বিআরটিএ অফিস সূত্র জানায়, যশোরে ৩ হাজার ৩৩০টি ফিটনেসবিহীন গাড়ি রয়েছে। এছাড়া গত বছর জরিমানা দিয়ে ৫৬৯টি গাড়ি ফিটনেস নবায়ন করেছে মালিকরা। বিআরটিএ যশোর সার্কেলের সহকারী পরিচালক আশরাকুর রহমান বলেন, খাতা কলমে ৩ সহস্রাধিক ফিটনেসবিহীন গাড়ি আছে। বাস্তবে তা রাস্তায় নেই। বেশিরভাগের বর্তমানে অস্তিত নেই। তবুও খাতা-কলমে ফিটনেসবিহীন গাড়ি হিসেবে থেকে গেছে। তবে অপর একটি সূত্র জানিয়েছেন, যশোর সার্কেলের গাড়ি না হয়েও অসংখ্য যানবাহন এ অঞ্চলের রাস্তায় বছরের পর চলাচল করছে। সেই গাড়িগুলোর ফিটনেস নেই। তবুও ম্যানেজ করে চলছে।
×