ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চোখে-মুখে হাসির ঝিলিক

প্রকাশিত: ০৬:০৯, ৫ ডিসেম্বর ২০১৪

চোখে-মুখে হাসির ঝিলিক

ডিসেম্বর। বাঙালীর বিজয়ের মাস। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধারা হানাদার পাকবাহিনীকে পরাস্ত করেছিলেন। সেদিন বিশ্ব মানচিত্রে জন্ম নিয়েছিল বাংলাদেশ নামের একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র। জন্ম হয়েছিল লাল সবুজ পতাকার। প্রতি বছর এ মাসে বাঙালী মাত্রেই গাঢ় সবুজের মধ্য লাল টকটকে বৃত্তের একটি পতাকা কিনে দেশের মুক্তিযোদ্ধা এবং ১৯৭১ সালকে স্মরণ করে। তাই এ মাসে কিছু ক্ষুদ্র ব্যবসায়ী পতাকা বিক্রিকে বেছে নেয়। এদেরই একজন টগবগে তরুণ রাজু আহমেদ। বৃহস্পতিবার ঢাকার গুলিস্তান এলাকায় ছোট এবং মাঝারি আকারের অনেকগুলো পতাকা নিয়ে হনহন করে ছুটছিলেন। এ সময় অনেকেই পতাকা কিনতে দরদাম শুরু করেন। অনেকে একদামে কিনে নেন। এতে হাসির ঝিলিক খেলে যায় রাজুর চোখে-মুখে। ছবিটি তুলেছেন জনকণ্ঠের নিজস্ব আলোকচিত্রী।
×