ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

হামিদ ফেব্রিক্সের লেনদেনের প্রথম দিন দর বাড়ল ৬১.৭১ শতাংশ

প্রকাশিত: ০৬:৪৬, ৫ ডিসেম্বর ২০১৪

হামিদ ফেব্রিক্সের লেনদেনের প্রথম দিন দর বাড়ল ৬১.৭১ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ হামিদ ফেব্রিক্সের লেনদেনের প্রথম দিনেই শেয়ার দর বেড়েছে ২১ টাকা ৬০ পয়সা বা ৬১ দশমিক ৭১ শতাংশ। তবে লেনদেনের শুরুতে কোম্পানিটির দর আরও বেড়েছিল। কিন্তু শেষ পর্যন্ত কোম্পানিটির তার প্রারম্ভিক মূল্য ধরে রাখতে পারেনি। ডিএসইর তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার হামিদ ফেব্রিক্স সর্বশেষ ৫৬ টাকা ৬০ পয়সায় লেনদেন হয়েছে। শেয়ারটির ৬০ টাকা ১০ পয়সা মূল্যে ডিএসইতে প্রথম লেনদেন শুরু করে। এদিন কোম্পানির ৮১ লাখ ৮৬ হাজার ২০০ শেয়ার ৩৪ হাজার ৩৫৫ বার লেনদেন হয়। যার বাজারমূল্য ছিল ৪৯ কোটি ৯৬ লাখ টাকা। লেনদেনের প্রথম দিনে শেয়ারটির সর্বনিম্ন মূল্য ছিল ৫৫ টাকা। আর সর্বোচ্চ দর ওঠে ৬৯ টাকা পর্যন্ত। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) হামিদ ফেব্রিক্সের শেয়ার ৩৫ টাকা মূল্যে লেনদেন শুরু করে। সিএসইতে শেয়ারটির দর ২০ টাকা ৯০ পয়সা বা দশমিক ৬০ শতাংশ বেড়েছে। দিন শেষে শেয়ারটি ৫৫ টাকা ৯০ পয়সা দরে লেনদেন শেষ হয়। লেনদেন শেষে কোম্পানিটির সার্বিক মূল্য আয় অনুপাত (পিই রেশিও) দাঁড়িয়েছে ১১ দশমিক ১৩ পয়েন্ট। উল্লেখ্য, হামিদ ফেব্রিক্সের অনুমোদিত মূলধন রয়েছে ২০০ কোটি টাকা। আর পরিশোধিত মূলধন রয়েছে ৭৮ কোটি টাকা। এছাড়া কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ৭ কোটি ৮৮ লাখ ৩৭ হাজার ৫০০টি। সাবসিডিয়ারি কোম্পানির শেয়ার কিনবে ফারইস্ট লাইফ অর্থনৈতিক রিপোর্টার ॥ সাবসিডিয়ারি কোম্পানি ফারইস্ট ইসলামী প্রপার্টিজ লিমিটেডের শেয়ার কেনার সিদ্ধান্ত নিয়েছে ফারইস্ট লাইফের পরিচালনা পর্ষদ। সিদ্ধান্ত অনুযায়ী ফারইস্ট ইসলামী লাইফের ৭ লাখ শেয়ার প্রতিটি ১০ টাকা করে ৭০ লাখ টাকায় কেনা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। এর ফলে ফারইস্ট প্রপার্টিজের ৫৮ লাখ শেয়ার বা ৫৮ শতাংশের মালিকানার অংশীদার হবে ফারইস্ট লাইফ।
×