ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

মোদি মোকাবেলায় এক হলেন জনতা পার্টির সাবেক নেতারা

প্রকাশিত: ০৩:৫৬, ৬ ডিসেম্বর ২০১৪

মোদি মোকাবেলায় এক হলেন জনতা পার্টির সাবেক নেতারা

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তাঁর সহযোগীদের মোকাবেলা করতে বৃহস্পতিবার নয়াদিল্লীতে হাত মিলিয়েছে জনতা পার্টির সাবেক নেতাদের কয়েকটি অংশ। নতুন এই দলের নেতা নির্বাচিত হয়েছেন মুলায়ম সিং যাদব। ইন্দিরা গান্ধীর শাসনামলে জারি করা জরুরী অবস্থা ১৯৭৭ সালে তুলে নেয়া হয়। সে সময় ইন্দিরা গান্ধীকে মোকাবেলা করতে এক হয়েছিল বিভিন্ন বিরোধী দল। তখন জয়প্রকাশ নারায়ণের অনুপ্রেরণায় তৈরি হয় জনতা পার্টি। তাতে রামমনোহর লোহিয়ার শিষ্য সমাজবাদীরা যেমন ছিলেন তেমনি ছিলেন লালকৃষ্ণ আদভানি এবং অটলবিহারী বাজপেয়ীদের ভারতীয় জনসঙ্ঘ। রাজনীতির অমোঘ নিয়মে এখন বন্ধু হয়েছে শত্রু। তাই আবার পুরনো শত্রুর দিকে হাত বাড়ানোর কথা ভাবছেন সাবেক জনতা পরিবারের সদস্যরা। প্রয়োজনে তারা যে কংগ্রেস-সিপিএম-তৃণমূলের সাহায্য নিতে পিছপা হবেন না তাও ঘরোয়া আলোচনায় স্পষ্ট করে দিয়েছেন নেতারা। -আনন্দবাজার পত্রিকা
×