ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

রূপগঞ্জে মানবাধিকার কর্মীদের সাংবাদিক পরিচয়ে প্রতারণা

প্রকাশিত: ০৪:০১, ৬ ডিসেম্বর ২০১৪

রূপগঞ্জে মানবাধিকার কর্মীদের সাংবাদিক পরিচয়ে প্রতারণা

নিজস্ব সংবাদদাতা, রূপগঞ্জ, ৫ ডিসেম্বর ॥ নেই কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা। মানবাধিকারের দায়িত্ব সম্পর্কেও ধারণা নেই তাদের। তবে তাদের কাছে রয়েছে বিভিন্ন মানবাধিকার সংস্থার আইডি কার্ড। এরা নিজেদের সাংবাদিক পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করে বেড়াচ্ছে। মানবাধিকার কর্মী ও কয়েকটি আন্ডারগ্রাউন্ড পত্রিকার সাংবাদিক পরিচয় দিয়ে এখানকার সাংবাদিকদের প্রশ্নবিদ্ধ করে তুলছে। এরা মানবাধিকার কর্মী হয়ে কিভাবে নিজেদের সাংবাদিক পরিচয় দেয় এ নিয়ে প্রবীণ সাংবাদিকরা প্রশ্ন তুলেছেন। দৈনিক সংবাদ পত্রিকার সাব-এডিটর আলম হোসেন জানান, একজন সংবাদকর্মী মানবাধিকার কর্মী হতে পারে। একজন মানবাধিকার কর্মী কখনোই সাংবাদিক নয়। সাংবাদিকরা ইচ্ছে করলেই মানবাধিকার সংগঠনে যুক্ত হতে পারেন। কিন্তু একজন মানবাধিকার কর্মী কি করে নিজেদের সাংবাদিক পরিচয় দেয়। তাদের কাজ কি, এ সম্পর্কেও ধারণা নেই। ইদানীং কিছু মানবাধিকার কর্মী নিজেদের প্রথম শ্রেণীর পত্রিকার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সঙ্গে প্রতারণা করছে। যুগান্তর, কালেরকণ্ঠ, প্রথম আলো, আলোকিত বাংলাদেশ, সমকাল, জনকণ্ঠসহ বিভিন্ন জাতীয় দৈনিকে সংবাদ প্রচার করার কথা বলেও সাধারণ মানুষকে তারা ঠকাচ্ছে। ওইসব জাতীয় দৈনিকের সম্পাদকদের সঙ্গেও নাকি তাদের যোগাযোগ আছে। একজন মানবাধিকার কর্মী নিজেকে কালেরকণ্ঠের পত্রিকার সাংবাদিক পরিচয় দেয়ায় রূপগঞ্জের গাউছিয়া মার্কেট-২-এর দ্বিতীয় তলায় লাঞ্ছিত হয়েছে। কালেরকণ্ঠের রূপগঞ্জ প্রতিনিধি রাসেল আহমেদ নিজেই ওই প্রতারককে আটক করেন।
×