ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সিডনিতে খেলবেন দেল পোত্রো

প্রকাশিত: ০৬:১২, ৬ ডিসেম্বর ২০১৪

সিডনিতে খেলবেন দেল পোত্রো

স্পোর্টস রিপোর্টার ॥ মৌসুমের প্রথম ইভেন্ট হলো সিডনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্ট। আর এই ইভেন্টে খেলবেন টুর্নামেন্টের বর্তমান চ্যাম্পিয়ন জুয়ান মার্টিন দেল পোত্রো। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছে আয়োজক কর্তৃপক্ষ। গত মৌসুমে দুর্দান্ত খেলেই সিডনি ইন্টারন্যাশনাল টুর্নামেন্টের শিরোপা জিতেন জুয়ান মার্টিন দেল পোত্রো। এরপরই ইনজুরিতে পড়েন তিনি। একের পর এক চোট তাকে ছিটকে দেয় টেনিস কোর্ট থেকে। সিডনি জয় করেই মৌসুমের প্রথম গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে নামার প্রস্তুতি নিচ্ছিলেন দেল পোত্রো। কিন্তু তখনই বাম হাতের কব্জিতে ব্যথা অনুভব করেন তিনি। এরপর দুবাইয়ে প্রথম ম্যাচ খেলতে নামলেও তা আর শেষ করতে পারেননি এই আর্জেন্টাইন টেনিস তারকা। উদ্বোধনী ম্যাচে না খেলেই অবসর নেন তিনি। নাম প্রত্যাহার করে নেন ইন্ডিয়ান ওয়েলস এবং মিয়ামি থেকেও। এরপর মার্চের শেষ দিকে সার্জারি করান তিনি। তখন থেকেই সব ধরনের টেনিস খেলা থেকে বিরতি নেন জুয়ান মার্টিন দেল পোত্রো। তবে নতুন মৌসুম শুরুর আগেই কোর্টে নামার পরিকল্পনা করছেন তিনি। তাও আবার যেখানে গত মৌসুমে শিরোপা জয়ের স্বাদ পেয়েছিলেন ২৬ বছর বয়সী এই আর্জেন্টাইন টেনিস তারকা। এখানে যে নিজেকে মেলে ধরতে পারবেন সে ব্যাপারে দারুণ আশাবাদী দেল পোত্রো। এ বিষয়ে তিনি বলেন, ‘গত বছর সিডনিতে দুর্দান্ত খেলেছিলাম আমি। আর এখান থেকে শুরু করাটা আমার জন্য দারুণ হবে।’ ২০০৯ সালে প্রথমবারের মতো পাদপ্রদীপের আলোয় এসেছিলেন জুয়ান মার্টিন দেল পোত্রো। মৌসমের শেষ গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট ইউএস ওপেন জিতে। এরপর টেনিস কোর্টে নিজের সেরাটা ঢেলে দিতে চাইলেও বার বারই প্রতিপক্ষ হিসেবে বাধা হয়ে দাঁড়িয়েছে চোট। আর সেই চোট কাটিয়ে নতুন মৌসুমে দুর্দা-প্রতাপে শুরুর ব্যাপারে দারুণ আশাবাদী পোত্রো। আর্জেন্টাইন তারকা দেল পোত্রো ছাড়াও এই ইভেন্টে খেলবেন সিমোনা হ্যালেপ ও পেত্রা কেভিতোভা। হ্যালেপ এ বছর ফরাসী ওপেনে রানার্সআপ হয়েছেন। মারিয়া শারাপোভার কাছে শিরোপা হারিয়েছেন তিনি। তবে আগামী বছরটাকে স্মরণীয় করে রাখতে সিডনি ইন্টারন্যাশনাল আসরের শিরোপাকে টার্গেট করেছেন ২৩ বছর বয়সী এই রোমানিয়ান টেনিস তারকা। চলতি বছরটা বেশকিছু সাফল্য যোগ হয়েছে পেত্রা কেভিতোভার। আগামী বছর আরও বেশি শিরোপা জিততে চান তিনি।
×