ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

এ্যাগুয়েরোকে বিশ্বসেরা বললেন জাবালেতা

প্রকাশিত: ০৬:১৫, ৬ ডিসেম্বর ২০১৪

এ্যাগুয়েরোকে বিশ্বসেরা বললেন জাবালেতা

স্পোর্টস রিপোর্টার ॥ শুধু জাতীয় দলেই নয়, সার্জিও এ্যাগুয়েরোর সঙ্গে একই ক্লাবে খেলেন পাবলো জাবালেতা। তাই সতীর্থ সম্পর্কে বেশ ভালই জানেন তিনি। দীর্ঘদিনের সেই অভিজ্ঞতা থেকেই সার্জিও এ্যাগুয়েরোকে বর্তমান বিশ্বফুটবলের সেরা স্ট্রাইকার হিসেবে মন্তব্য করলেন ম্যানচেস্টার সিটির এই রক্ষণসৈনিক। শুক্রবার এক সংবাদ সম্মেলনে এ বিষয়ে তিনি বলেন, ‘সার্জিও এ্যাগুয়েরোকে আমি দীর্ঘদিন ধরেই জানি। আমি মনে করি এই মুহূর্তে সে ক্যারিয়ারের সবচেয়ে সেরা সময় পার করছে। প্রকৃতপক্ষে সে যা করছে তা খুব সহজেই করতে সক্ষম হচ্ছে। তার মেধা খুবই তীক্ষè এবং কৌশলগত দিক দিয়েও দুর্দান্ত। বল নিয়ে দলের জন্যও কঠোর অণুশীলন করে সে। যার জন্য অবশ্যই সার্জিওকে প্রশংসা করতে হয়। সাধারণত স্ট্রাইকাররা বল নিয়ে খেলতে চায়। কিন্তু সে সবসময়ই দলের জন্য খেলে। আর এ বিষয়টিই তাকে অসামান্য করে তুলছে।’ চলতি মৌসুমে সব ধরনের প্রতিযোগিতামূলক মাচে ২০ ম্যাচ খেলেছেন এ্যাগুয়েরো। এই সময়ের মধ্যে প্রতিপক্ষের জালে ১৯ বার বল জড়িয়েছেন তিনি। বুধবার ম্যানচেস্টার সিটি খেলতে নেমেছিল শক্তিশালী সান্ডারল্যান্ডের বিপক্ষে। আর সান্ডারল্যান্ডের বিপক্ষেও জোড়া গোল করেন এ্যাগুয়েরো। আর তাতেই সিটি পায় ৪-১ গোলের বড় জয়। এই জয়ের ফলে লীগ টেবিলের দুইয়ে অবস্থান করছে বর্তমান চ্যাম্পিয়নরা। শীর্ষে থাকা চেলসির চেয়ে তাদের দূরত্ব এখন ছয় পয়েন্ট। যেভাবে খেলে যাচ্ছে ম্যানচেস্টার সিটি তাতে মনে হয় এবারও লীগ শিরোপাটা নিজেদের করে নেয়াই মূল লক্ষ্য। ব্রাজিলে শেষ হওয়া বিশ্বকাপের ২০তম আসরেও আর্জেন্টিনা ছিল দুর্দান্ত। যেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সার্জিও এ্যাগুয়েরোর। কিন্তু দুর্ভাগ্য পুরো টুর্নামেন্টে অসাধারণ পারফর্মেন্স উপহার দিলেও ফাইনালে নিজেদের সেভাবে মেলে ধরতে পারেনি। যে কারণে শক্তিশালী জার্মানির কাছে হেরে স্বপ্নভঙ্গের বেদনায় ডুবে তারা। পাবলো জাবালেতা মনে করেন ফাইনালে যথেষ্ট ফিট ছিলেন না এ্যাগুয়েরো। আর তাই শিরোপা হাতছাড়া হয়েছে। অন্যথায় ট্রফিটা আর্জেন্টিনার হাতেই উঠত। জাতীয় দলের সতীর্থ লিওনেল মেসিকে নিজ ক্লাব ম্যানচেস্টার সিটিতে দেখতে চান সার্জিও এ্যাগুয়েরা। সম্প্রতি মেসির বার্সিলোনা ছাড়া নিয়ে গুঞ্জন ওঠায় এমন মন্তব্য করেন মেসির জাতীয় দলের সতীর্থ ও বন্ধু এ্যাগুয়েরা। ২০০০ সাল থেকেই স্প্যানিশ জায়ান্ট বার্সিলোনার জার্সি গায়ে মাঠ দাপিয়ে বেড়াচ্ছেন লিওনেল মেসি। কাতালানদের হয়ে এই দীর্ঘ সময়ে, নতুন রেকর্ড গড়ার সঙ্গে ভেঙ্গেছেন অনেক পুরনো রেকর্ড। তবে সম্প্রতি বার্সিলোনার সঙ্গে নতুন চুক্তি স্বাক্ষর নিয়ে এবং ভবিষ্যতের ব্যাপারে কোন মন্তব্য না করায় তার দল-বদলের গুঞ্জনটা যেন জোরালো হয়। আর শেষ পর্যন্ত যদি মেসি দল-বদলের সিদ্ধান্ত নেন, তবে এ্যাগুয়েরা চান তিনি যেন ম্যানচেস্টার সিটিতেই যোগ দেন। তবে এ্যাগুয়েরা এটাও মনে করেন মেসিকে রাজি করানো মোটেও সহজ হবে না।
×