ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

বাদলের মতো ‘বিষফোঁড়া’ রাখবেন না পাপন

প্রকাশিত: ০৬:১৬, ৬ ডিসেম্বর ২০১৪

বাদলের মতো ‘বিষফোঁড়া’ রাখবেন না পাপন

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) এখন চলছে নাজমুল হাসান পাপনের নেতৃত্বে। ক্রিকেটের উন্নয়ন তার হাতেই। এ উন্নয়নে কেউ বাধা হয়ে দাঁড়িয়ে যাবে, তা কোনভাবেই সহ্য করবেন না পাপন। এটাই স্বাভাবিক। তাই হচ্ছে। ক্রিকেটে এখন বিষফোঁড়া হিসেবেই বিবেচিত হচ্ছেন ঢাকা লীগের দল লিজেন্ডস অব রূপগঞ্জের মালিক লুৎফর রহমান বাদল। বিসিবির সবাই ‘চোরচোট্টা’ বলতেও পিছপা হচ্ছেন না। তাই ক্রিকেট অঙ্গনে এমন বিষফোঁড়া রাখতে চাইছে না বিসিবিও। বিসিবির সভাপতি পাপন নিজেই এমনটি জানিয়েছেন। বৃহস্পতিবার রাতে বলেছেন লিজেন্ড অব রূপগঞ্জের কর্ণধার লুৎফর রহমান বাদলকে উদ্দেশ করে বলেছেন, ‘যারা ক্রিকেটে বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় তাদের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাওয়া হবে। যেন ক্রিকেটকে তারা কোনভাবেই ক্ষতিগ্রস্ত করতে না পারে। এ জন্য ক্রিকেট সংশ্লিষ্টদের হুঁশিয়ার থাকতে হবে।’ সঙ্গে যোগ করেন, ‘বিষফোঁড়া রাখা হবে না।’ বিসিবির বিরুদ্ধে বেশ কিছু অভিযোগ এনেছেন লুৎফর রহমান বাদল। তবে সে সব অভিযোগ খতিয়ে দেখবেন বলে জানিয়েছিলেন বিসিবি সভাপতি। তিনি বলেছেন, ‘বোর্ডের সঙ্গে কোন ক্লাবের কোন ঝামেলা আছে কিনা, আমার জানা নাই। আমি একটা চিঠি পেয়েছি মেইলে। সেখানে একটা দল একটা অভিযোগ করেছে। আমার যত দূর মনে পড়ে ৩টা অভিযোগের একটা ছিল ভেন্যু নিয়ে, কোথায় খেলা হয় তা নিয়ে। তাদের এখানে খেলতে দেয়া হয় না। আমি সঙ্গে সঙ্গে খোঁজ নিয়েছি। আমাকে বলা হয়েছে, তারাই সর্বাধিক ম্যাচ খেলেছে সেখানে।’ এর আগে বিসিবি পরিচালক ও শেখ জামাল ধানম-ি ক্লাবের সভাপতি মঞ্জুর কাদেরের নেতৃত্বাধীন ক্লাব সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে বাদলের বিরুদ্ধে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপও কামনা করেছেন। বলেছেন, ‘বাদলের মনগড়া কুরুচিপূর্ণ উক্তি বিসিবির তথা বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছে। পাপনের যোগ্য ও সফল নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট বোর্ড যখন সুসংগঠিত ও বাংলাদেশ ক্রিকেট দল প্রভূত সাফল্য নিয়ে দেশের সুনামকে গৌরবোজ্জ্বল করে দৃঢ় প্রত্যয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, ঠিক সেই সুন্দর মুহূর্তকে ম্লান ও খাট করার জন্য ঘৃণ্য উদ্দেশ্যেমূলক চক্রান্তে লিপ্ত হয়েছে একটি চিহ্নিত মহল। আর তারই তল্পিবাহক এই বাদল। নানা সময়ে ক্রীড়াঙ্গনের বিভিন্ন ন্যাক্কারজনক কেলেঙ্কারি, দুর্নীতি ও চক্রান্তকারী হিসেবে চিহ্নিত এই বাদল বাংলাদেশের ক্রীড়াঙ্গনের একজন কুলাঙ্গার সংগঠক অতিতেও বিভিন্নভাবে বাংলাদেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করেছে। একজন হীনমন্য কুলাঙ্গারকে ও তার দলকে ক্রীড়াজগতের সবস্তর থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে বহিষ্কার করার জন্য বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশের প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।’
×