ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

হবিগঞ্জে মাছ ধরা নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন ॥ আটক ৩

প্রকাশিত: ০৭:১৯, ৭ ডিসেম্বর ২০১৪

হবিগঞ্জে মাছ ধরা নিয়ে বিরোধে এক ব্যক্তি খুন ॥ আটক ৩

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ, ৬ ডিসেম্বর ॥ মাছ ধরাকে কেন্দ্র করে শনিবার বিকেলে নবীগঞ্জের উত্তর গজনাইপুরের বিজনা নদীর পাড়ে ছানু মিয়া (৩৫) নামে এক ব্যক্তি প্রতিপক্ষের হাতে খুন হয়েছেন। নিহত ছানু ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে। ছানুর ওপর হামলার সময় তাঁকে বাঁচাতে এগিয়ে এলে চুনু মিয়া (৩০) নামে অপর এক ব্যক্তি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আশঙ্কাজনক অবস্থায় তাঁকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর ঘাতক আব্দুল আহাদ, পিতা আব্দুর রশিদ ও মা মল্লিক চান বিবিকে গ্রামবাসী আটক করে পুলিশে সোপর্দ করে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, গজনাইপুর ইউনিয়নের ওই গ্রামের আব্দুর রহমানের ছেলে ছানু মিয়ার সঙ্গে প্রতিবেশী আব্দুর রশিদের ছেলে আব্দুল আহাদের (১৮) বিজনা নদীতে মাছ ধরা নিয়ে বিরোধ চলছিল। এরই জের ধরে শনিবার দুপুরে বিরোধপূর্র্ণ ওই জায়গায় আব্দুল আহাদ মাছ ধরতে যায়। খবর পেয়ে ছানু মিয়া ঘটনাস্থলে এসে আহাদকে মাছ ধরতে নিষেধ করে। এ নিয়ে বাদানুবাদের এক পর্যায়ে আব্দুল আহাদ উত্তেজিত হয়ে ফিকল (মাছ ধরার হাতিয়ার) দিয়ে ছানুর বুকের বাঁ দিকে ঘা মারে। এতে ঘটনাস্থলেই মৃত্যুর কোলে ঢলে পড়েন ছানু মিয়া। এদিকে হত্যাকা-ের পর গ্রামবাসী পুলিশে খবর দিলে স্থানীয় গোপলার বাজার তদন্ত কেন্দ্রের কর্মকর্তা আরিফ উল্লাহর নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ফিকলসহ তাদের গ্রেফতার করে। নিহতের লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে।
×